এবার মাধ্যমিকে-ও জিও ট্যাগিং! গন্ডগোল করলেই পড়তে হবে বিপদে, এখনই জানুন কেমন বিপদ?
ভুবন মোহনকর: ১৯/০১/২০২৩: পশ্চিম মেদিনীপুর: এবার পরীক্ষাকেন্দ্রে জিওট্যাগিংয়ের সিদ্ধান্ত নিল মধ্যশিক্ষা পর্ষদ। প্রত্যেকটি কেন্দ্র থেকে জিওট্যাগিংয়ের মাধ্যমে পরীক্ষা কেন্দ্রের প্রথম ও শেষদিনের ছবি তুলে রাখা হবে। সঙ্গে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানোর পরিকল্পনা ও রয়েছে বলে সূত্রের খবর।
কিন্তু তাতে বিপদ কোথায়? কোনও পরীক্ষার্থী যদি ইচ্ছে করে পরীক্ষাকেন্দ্রের কোনও ক্ষতি করে, তাহলে তাঁর রেজাল্ট আটকে দেওয়া হতে পারে বলেও জানিয়ে দিয়েছে পর্ষদ। প্রত্যেকটি পরীক্ষাকেন্দ্রের বিষয়ে কেন্দ্র থেকে রিপোর্ট দেবেন অফিসার ইনচার্জ। সেই রিপোর্টের ভিত্তিতে সিদ্ধান্ত হবে ওই পরীক্ষার্থী রেজাল্ট পাবে কি না? বিভিন্ন সময়ে পরীক্ষাকেন্দ্রে ভাঙচুরের অভিযোগ ওঠে পরীক্ষার্থীদের বিরুদ্ধে।
যেহেতু অন্য স্কুলে সিট পড়ে, তাই নির্দিষ্ট করে কাউকে শনাক্ত করতে সমস্যা হয় কর্তৃপক্ষের। অনেক সময়ই দেখা যায়, পরীক্ষার শেষে পরীক্ষাকেন্দ্রের লাইট ভাঙা, চেয়ার ভাঙা, বেঞ্চ ক্ষতিগ্রস্ত, পরীক্ষারুমেরও ক্ষতি করা হয়েছে। এবার সেদিকেই নজর রাখতেই জিও ট্যাগিং সিস্টেম। সোমবার মধ্যশিক্ষা পর্ষদ একটি বিজ্ঞপ্তি জারি করেছে। মূলত মাধ্যমিক পরীক্ষার্থীদের সতর্কতা বিষয়ক এই বিজ্ঞপ্তি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সমস্ত সেন্টার সেক্রেটারি ও ভেনু সুপারভাইজারকে এই জিও ট্যাগ ছবি রাখতে হবে। ভাঙাভাঙি রুখতে জিও ট্যাগিং। স্যাটেলাইটের অবস্থান অনুযায়ী ছবি আসবে। পরীক্ষার প্রথম দিন ও শেষ দিনের পরীক্ষাহলের ছবি তুলে রাখতে হবে। কোনওরকম ভাঙচুর বা শৃঙ্খলাভঙ্গের ঘটনা ঘটলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান শিক্ষক, শিক্ষিকাদের যে নির্দেশ দেওয়া হয়েছে, তাতে বলা হয়েছে পরীক্ষার্থীদের স্কুলে ডেকে এনে সতর্ক করতে হবে, কীভাবে তারা পরীক্ষা দেবে, কোনও পরীক্ষার্থী যদি স্কুলে ভাঙচুর করে, অসত্ উপায় অবলম্বন করে, গোলমাল করে তাদের রেজাল্ট আটকে রাখা হবে। স্কুল কর্তৃপক্ষ ক্লিয়ারেন্স না দিলে রেজাল্ট দেওয়া হবে না। ছাত্রদের উপর নিয়ন্ত্রণ হারিয়ে প্রশাসনিক দুর্বলতার প্রকাশ না পায় সে বিষয়ে কঠোর পদক্ষেপ নিতেই এই সিদ্ধান্ত।