খবরচাকরি ও শিক্ষাজেলার খবররাজ্য

Primary TET Update : টেট পরীক্ষার অ্যাডমিট কার্ড হারিয়ে যাওয়া প্রসঙ্গে বিরাট নির্দেশ হাইকোর্টের

টেট পরীক্ষার এডমিট কার্ড হারিয়ে যাওয়া প্রসঙ্গে বিরাট নির্দেশ হাইকোর্টের

 

নিজস্ব সংবাদদাতা: ২০১৪ সালের টেট (WBTET) নিয়ে এখনো হাইকোর্টে বিভিন্ন মামলা চলছে তার মধ্যেই সদ্য প্রকাশিত প্রথম ধাপের ইন্টারভিউতে ২৭ শে ডিসেম্বর যারা কলকাতা জেলাকে পছন্দ করেছেন তাদের ইন্টারভিউ আর তাতে সুযোগ পাওয়া এক প্রার্থীর টেট পরীক্ষার অ্যাডমিট হারিয়ে যাওয়ায় আদালতের দারস্থ হন তিনি।

 

সেই মামলাতেই পর্ষদ তার হলফনামায় যাদের প্রাথমিক টেট পরীক্ষার এডমিট বা টেট সংক্রান্ত অন্যান্য তথ্য হারিয়ে গেছে তাদের ডুপ্লিকেট এডমিট পেতে কি করনীয়, আদালতে সেই তথ্য জমা দিয়েছেন পর্ষদ।

 

যাদের অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে তারা First Class Magistrate বা Metropolitan Magistrate এর কাছ থেকে Affidavit করিয়ে নিতে হবে যাতে উল্লেখ হারিয়ে যাওয়া অ্যাডমিট কার্ড বা অন্যান্য শংসাপত্রের বিষয়ে উল্লেখ থাকবে। পাশাপাশি এটাও উল্লেখ থাকতে হবে হারিয়ে যাওয়া ডকুমেন্টস এবং যিনি Affidavit নিচ্ছেন তিনি একই ব্যাক্তি।

 

থানায় একটা সাধারণ জিডি (GD) অবশ্যই চাকরীপ্রার্থীকে অবশ্যই Affidavit করানোর আগে করতে হবে এটা না থাকলে Affidavit করানো সময় সমস্যা হতে পারে।

 

 

এরপর আদালত মামলাকারী প্রার্থীকে জানান ইন্টারভিউ সম্পন্ন হওয়ার ১০ দিনের মধ্যে ১ম শ্রেনীর মেজিষ্ট্রেটের কাছ থেকে Affidavit নিয়ে জমা দিতে হবে তার আগে অ্যাডমিট কার্ড এবং হলফ নামা ছাড়াই শর্তসাপেক্ষ তাঁর ইন্টারভিউ নেওয়ার নির্দেশ দেন, তবে ১০দিনের মধ্যে তথ্য জমা না দিলে তার প্রার্থীপদ বাতিল বলে গন্য হবে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.