কলকাতাখবরচাকরি ও শিক্ষাজেলার খবররাজ্য

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের সময়সূচী! পরীক্ষার দিনক্ষণ বদল

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের সময়সূচী! পরীক্ষার দিনক্ষণ বদল

ভুবন মোহনকর: ০৭/০৩/২০২২: উচ্চ মাধ্যমিকের রুটিনে বদল হল। সোমবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে নতুন রুটিন ঘোষণা করা হয়েছে। পুরনো রুটিন অনুযায়ী যে দিন পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল, বদলানো রুটিনে সেটা হবে আরও ৬ দিন পরে। সর্বভারতীয় জেইই(JEE MAIN) মেন পরীক্ষার সূচির সঙ্গে একই দিন হয়ে যাওয়ায় এই পরিবর্তন।

সোমবার সাংবাদিক বৈঠক করে পরিবর্তিত দিনক্ষণ জানালেন পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। পরিবর্তন হয়েছে চারটি দিনে। সেগুলি হল-১৩ এপ্রিলের পরীক্ষা পিছিয়ে হবে ১৮ এপ্রিল, ১৬ এপ্রিলের পরীক্ষা এগিয়ে হবে ১৩ এপ্রিল, ১৮ এপ্রিলের পরীক্ষা পিছিয়ে হবে ২৫ এপ্রিল এবং ২০ এপ্রিলের পরীক্ষা পিছিয়ে হবে ২৬ এপ্রিল। আগে ২ এপ্রিল পরীক্ষা শুরু হয়ে শেষ হওয়ার কথা ছিল ২০ এপ্রিল। এখন তা শেষ হবে ২৬ এপ্রিল। কোন কোন পরীক্ষার দিনবদল হয়েছে—

📍১৩ এপ্রিল ফিলোজফি, সোসিওলজি, কমার্সিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অব অডিটিংয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল। এই পরীক্ষাগুলি নেওয়া হবে আগামী ১৮ এপ্রিল।

📍১৬ এপ্রিল রসায়ন, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পারসি, আরবি, ফরাসি পরীক্ষা হওয়ার কথা ছিল। বদলে এই পরীক্ষাগুলি নেওয়া হবে ১৩ এপ্রিল।

📍১৮ এপ্রিল স্ট্যাটিসটিকস, ভূগোল, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্টের পরীক্ষা হওয়ার কথা ছিল। এই পরীক্ষাগুলির দিন বদলে দেওয়া হয়েছে ২৫ এপ্রিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.