ট্রেনের জানলা দিয়ে আটকা পড়ল চোর! যাত্রীরা চলন্ত ট্রেনের বাইরে ঝুলিয়ে নিয়ে শাস্তি দিল
ভুবন মোহনকর: ১৬/০৯/২০২২: স্টেশন থেকে ট্রেন তখন ছাড়ার সময় হয়েছে। ঠিক সেই সময়টাকে কাজে লাগিয়ে ট্রেনের জানালা দিয়ে এক যাত্রীর মোবাইল ফোনটা তুলে নিতে যায় প্ল্যাটফর্মে থাকা এক চোর। কিন্তু কপালে আজ তার দুঃখ লেখা ছিল! জানালা দিয়ে হাত ঢুকিয়ে সে মোবাইল পর্যন্ত পৌঁছেও যায়। কিন্তু তার আগেই এক যাত্রী তার ভাবগতিক ঠিক না লাগায় নজরে রেখেছিলেন তাকে। হাত জানালা দিয়ে ঢোকাতেই তিনি খপ করে চোরের একটা হাত ধরে ফেলেন।
আর ঠিক তখনই ট্রেন দেয় ছেড়ে। এদিকে ট্রেন ছেড়ে দেওয়ায় চোর ট্রেনের সঙ্গে দৌড়তে দৌড়তে কাকুতি মিনতি করতে থাকে তাকে ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু যাত্রীরা তার হাত ছেড়ে না, কারণ আজ তারা এই চোরকে উপযুক্ত শাস্তি দেবেই। একসময় ট্রেন গতিবেগ বাড়িয়ে প্ল্যাটফর্ম ছাড়ে, তখন ঐ চোর ভয়ে আর একহাত ট্রেনের জানলা দিয়ে ঢুকিয়ে তাকে ধরে রাখতে আবেদন জানায়। আর ওই কামরার যাত্রীরা এভাবেই এক চোরকে চলন্ত ট্রেনের বাইরে ঝুলিয়ে প্রায় ১০ মিনিট ধরে টেনে নিয়ে গেল।
ততক্ষণে তার যা শাস্তি হওয়ার হয়ে গেছে। তার অন্য প্লাটফর্মে ঢুকে ট্রেনের গতিবেগ কমতে যাত্রীরা তার হাত ছেড়ে দেয়, আর ছাড়া পেয়েই চোর পগারপার। ঘটনাটি ঘটেছে বিহার এর সাহেবপুর-কামাল স্টেশনে।