প্রাণঘাতী হয়ে উঠছে অ্যাডিনো ভাইরাস; মাস্ক ব্যবহার করুন! থাকছে সতর্কতা, না মানলেই বিপদ
ভুবন মোহনকর: পশ্চিম মেদিনীপুর: ২৭/০২/২০২৩: চলতি আবহাওয়া পরিবর্তনের সময়কালে রাজ্য জুড়ে অ্যাডিনো ভাইরাসের(Adenoviruses) আক্রান্তের সংখ্যা ক্রমবর্দ্ধমান। অ্যাডিনো ভাইরাস দিনে দিনে দক্ষিণবঙ্গে প্রাণঘাতী হয়ে উঠেছে।
শিশুদের নিয়ে যখন চিন্তার শেষ নেই, তখন বড়দের ক্ষেত্রে দেখা দিয়েছে নতুন উদ্বেগ। চিকিত্সকদের চেম্বারে অনেকেই আসছেন, যাঁরা প্রায় এক মাসের উপর কাশির সমস্যায় ভুগছেন। তাহলে কি এবার শিশুদের পাশাপাশি, বড়দের শরীরেও বাসা বাঁধছে অ্যাডিনো ভাইরাস? ছোট দের সঙ্গে পাল্লা দিয়ে বড় দের ও রেহাই মিলছে না এই ভাইরাস থেকে।
একরত্তি থেকে শুরু করে পূর্ণাঙ্গ মানুষ অনকে ই মারা গিয়েছেন এই ভাইরাসের কবলে। বিশেষজ্ঞ দের পরামর্শ মত, কেউ অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত কি না, তা জানতে PCR টেস্ট করাতে হবে। বেসরকারি সংস্থায় যে টেস্টের খরচ ৯ থেকে ২০ হাজার টাকা। স্বাভাবিকভাবেই যা অনেকের পক্ষেই করা সম্ভব হয়ে ওঠে না। তাই সচেতনতার উপরেই জোর দিতে বলছেন চিকিত্সকরা।
অ্যাডিনো ভাইরাসে মূলতঃ শিশুরাই বেশী আক্রান্ত হচ্ছে। তবে বড়দের মাধ্যমে শিশুরা আক্রান্ত হতে পারে। তাই বড়রা আক্রান্ত হলে শিশুদের থেকে যেমন দূরত্বে থাকতে হবে, তেমনি শিশুদের ক্ষেত্রে এই ঘটনা ঘটলে তাকেও সবার থেকে আলাদা রাখতে হবে। অবশ্যই মাস্ক ব্যবহার করুন। আর যদি লক্ষণ দেখা দেয়, তাহলে দেরি না করে ডাক্তারের পরামর্শ নিন।