শতাধিক পথ কুকুরকে বিষ খাইয়ে হত্যা! গ্রেপ্তারের দাবি পঞ্চায়েত প্রধান কে। চলুন জানা যাক পুরো বিষয়
ভুবন মোহনকর: ৩০/০৩/২০২২: শতাধিক পথকুকুরকে শরীরে বিষ প্রয়োগ করে হত্যার অভিযোগ উঠল তেলঙ্গানার একটি গ্রামের পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে। গত ২৭ মার্চ স্বয়ং গ্রামপ্রধানের উদ্যোগেই সেই কাজ করা হয়েছে বলে অভিযোগ করলেন এক পশু অধিকার আন্দোলন কর্মী। তাঁর আনা অভিযোগের ভিত্তিতে ওই পঞ্চায়েত প্রধানকে গ্রেফতারের দাবি তুলেছেন পশুপ্রেমীরা।
পুলিশ মামলা দায়ের করেছে। শুরু হয়েছে তদন্তও। জঘন্য এই ঘটনাটি ঘটেছে, তেলঙ্গানার সিদ্দিপেট জেলার জগদেবপুর মণ্ডলের থিগুল গ্রামে। জনৈক এক পশু অধিকার আন্দোলন কর্মীর অভিযোগ, গ্রামের পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েত সচিবের নির্দেশেই কিছু পেশাদার লোক দিয়ে কুকুর ধরিয়ে কাজটি করেছেন।
গত রবিবার তাঁরাই ওই গ্রামের প্রায় ১০০টিরও বেশি কুকুরকে ধরে তাদের শরীরে ইঞ্জেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ করেন। ঘৃণ্য এই কাজের অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।
এমনকি বিষয়টি পুলিশ কমিশনার কেও জানানো হয়েছে। তদন্তের পর তাঁরা দোষী প্রমাণিত হলে তাঁদের পদ থেকে সাসপেন্ড, দুই থেকে তিন বছর জেল এবং জরিমানা করা হবে। এমন মর্মান্তিক ঘৃণ্য কাজে তোলপাড় নেটদুনিয়া সহ পশু প্রেমিক দুনিয়া।