(এই মুহুর্তের সবচেয়ে খুশির খবর ঘাটাল বাসীর জন্য)
অবশেষে কাটল জট! ঘাটাল মাস্টার প্ল্যান এর জন্য কেন্দ্রের ১৫০০ কোটি অনুমোদন
ভুবন মোহনকর: ২৬/০৬/২০২২: পশ্চিম মেদিনীপুরের দীর্ঘ প্রতীক্ষিত ঘাটাল ‘মাস্টার প্ল্যান’ রূপায়ণে কেন্দ্রীয় সরকারের আর্থিক অনুমোদন পাওয়া গিয়েছে। কেন্দ্রীয় সরকার এই প্রকল্প রূপায়ণে ১৫০০ কোটি টাকার অনুমোদন করেছেন। গতবছর সাত সদস্যের এক প্রতিনিধি দলও কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন।
প্রকল্পটির মধ্যে মূলত চন্দ্রকোনা, ঘাটাল, দাসপুর সহ পার্শ্ববর্তী এলাকায় থাকা কংসাবতী এবং শিলাবতী নদী সহ অন্যান্য নদী এবং খালের নাব্যতা বাড়াতে নিয়মিত সংস্কার, স্থায়ী বাঁধ নির্মাণ, লকগেট বসানোর পরিকল্পনা রয়েছে। এই প্রকল্পটি রূপায়নে ফ্লাড ম্যানেজমেন্ট এন্ড বর্ডার এরিয়া প্রোগ্রামের অধীনে এই টাকা দেওয়া হবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।
Centre approves West Bengal government's Rs 1,500-crore 'Ghatal masterplan', a mega project to dredge riverbeds & strengthen embankments of at least 10 major rivers in the state: Official
— Press Trust of India (@PTI_News) June 25, 2022
উল্লেখ্য, দেড় হাজার কোটি টাকার এই প্রকল্পটি রূপায়নে কেন্দ্র সরকার মোট প্রকল্প ব্যয়ের ষাট শতাংশ এবং রাজ্য সরকার বাকি চল্লিশ শতাংশ খরচ বহন করবে বলে আগেই জানিয়েছে।