রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফল! আগুন ধরিয়েছে গাড়ি থেকে হেঁশেলে, মূল্য বৃদ্ধির ঠেলায় নাজেহাল মানুষ
ভুবন মোহনকর: ০৯/০৪/২০২২: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়েছে অপরিশোধিত তেলের দামে । বিশ্ব বাজারে ক্রমশ বাড়ছে ক্রড অয়েলের দাম ৷ সেই নিয়ে মাথায় চিন্তার ভাঁচ ক্রেতা-বিক্রেতাদের, আর যার প্রভাব এবার পড়তে চলছে ভারতেও।
বিশ্ব বাজারে ক্রমশ বাড়ছে ক্রড অয়েলের দাম । সেই দাম ঘোরাফেরা করছে ব্যারেল প্রতি ১২৫ মার্কিন ডলারের আশেপাশে । ভারতে এখনও দাম বাড়েনি বটে, কিন্তু যে কোনও সময় পেট্রোপণ্যের দাম বাড়তে পারে বলে মনে করছেন ক্রেতা-বিক্রেতারা। ক্রেতা-বিক্রেতাদের একাংশের মতে, পাঁচটি রাজ্যে ভোটের দিকে তাকিয়ে কেন্দ্র এখনও পেট্রোপণ্যের দাম বাড়ায়নি । গতকালই শেষ হয়েছে ভোটগ্রহণ প্রক্রিয়া ।
কখন পেট্রোল-ডিজেল আর ভোজ্য তেল ও রান্নার গ্যাসের দাম বাড়বে তা নিয়ে আতঙ্কে রয়েছে সবাই । তাদের অনুমান, যুদ্ধের জন্য একধাক্কায় অনেকটাই বেড়ে যাবে পেট্রোপণ্যের দাম। বিগত ১০ দিনে দেশের বিভিন্ন এলাকায় সরষের তেল, রিফাইন তেলের দাম শুধুই বাড়েনি বাজার থেকে উধাও হয়ে গিয়েছে বললে খুব একটা ভুল বলা হবেনা।
বাজারের অধিকাংশ পাম তেল ।বিগত ২৫ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত প্রতি টনে ২০০ ডলার বৃদ্ধি পেয়েছে । তার ফলেই হুহু করে ভোজ্য তেলের দাম বাড়তে শুরু করেছে। অনুমান করা যাচ্ছে আগামী কয়েকদিনের মধ্যেই পেট্রোল ডিজেল ১২-১৫ টাকা প্রতি লিটারে বাড়তে পারে।