মঞ্চে অসুস্থ হয়ে মৃত্যু! গান স্যালুটে চিরবিদায় গায়ক কেকে কে
ভুবন মোহনকর: ০১/০৬/২০২২: জনপ্রিয় সঙ্গীতশিল্পী কেকে-র আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ গোটা ভারত। গানের মঞ্চেই শেষ তাঁর জীবন সফর। মঙ্গলবার হোটেলে ফেরার পর তাঁকে সিএমআরআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। সকালে সিএমআরআই থেকে থেকে ময়না তদন্তের জন্য এসএসকেএম এ নিয়ে যাওয়া হয়। পরে রবীন্দ্র সদনে নিয়ে যাওয়া হয় কেকে’র মরদেহ। দুপুরে আড়াইটে নাগাদ কেকে’র মরদেহ আনা হয় রবীন্দ্র সদনে।
মুখ্যমন্ত্রীর সামনে গায়কের কফিন বন্দি দেহে শ্রদ্ধা জানান স্ত্রী এবং পরিবার। সকালেই তারা শহরে পৌঁছে গিয়েছিলেন। রবীন্দ্র সদনে এই সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় তো বটেই উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম, মদন মিত্র, অরূপ বিশ্বাস, বাবুল সুপ্রিয় সহ একাধিক নেতা-মন্ত্রী। অগুন্তি দর্শক সদন চত্বরে ভিড় করেন। উল্লেখ্য, হঠাত্ এমন পরিণতির কারণ কী? উত্তর খুঁজতে তদন্তে নেমেছে নিউমার্কেট থানার পুলিশ। অনুষ্ঠান এবং তার হোটেলের সিসি টিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে।
এরই মধ্যে শোনা যাচ্ছে, এদিন অনুষ্ঠান চলাকালীনই নাকি অসুস্থ বোধ করছিলেন কেকে। এসি না চলায় তৈরি হয়েছিল অস্বস্তিকর পরিবেশ। বারে বারে ব্যাকস্টেজে গিয়ে নিচ্ছিলেন বিশ্রাম। কিন্তু নজরুল মঞ্চের প্রায় ২৭০০ জনের ক্যাপাসিটি, সেখানে প্রায় ৭০০০ জনের উপস্থিতি দম বন্ধকর পরিস্থিতি, এত ভিড়ে এসি কাজ করছিল না। অন্যদিকে লাইট এর তাপে আরো গরম হয়েছিল পরিবেশ। তারপর কোনো অজ্ঞাত কারণে সেই সময় অগ্নিনির্বাপক গ্যাস স্প্রে করা হয়েছিল।
কিন্তু উনিশ দশকের এই গায়ক যে কাল লাইভ কনসার্ট করছিলেন তিনি আজ নেই, তা মেনে নেওয়ার নয়। এত কিছুর পরেও কেনো আমরা অসাবধানী তা নিয়েও উঠছে প্রশ্ন।