দাসপুর থানার সোনাখালিতে হলো গ্রামীণ ডাক্তারদের প্রথম বার্ষিক সম্মেলন
শ্যামসুন্দর দোলই ও শ্রীকান্ত কদম : দাসপুর : গ্রাম- বাংলায় রোগীর ত্রাতা ও ভগবান বার্তায় উদ্বোধন হলো গ্রামীণ চিকিৎসকদের প্রথম বার্ষিক সম্মেলন । উদ্বোধন করেছেন দাসপুরের বর্তমান বিধায়ক মমতা ভূঁইয়া । পৌরোহিত্য করেছেন গ্রামীণ ডাক্তার গোপাল চন্দ্র সামন্ত । আয়োজন করেছিল রুরাল মেডিকেল প্র্যাকটিসনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন । আহ্বায়ক ছিলেন ডাক্তার দিলীপ মাইতি । বিশিষ্ট অতিথিদের মধ্যে ছিলেন দাসপুর 2 পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আশিস হুদাইত এবং স্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ স্বপন আলু, সংগঠনের শুভানুধ্যায়ী বিশ্বজিৎ চক্রবর্তী প্রমুখ ।এনারা প্রত্যেকে দীর্ঘকালীন কোভিড পরিস্থিতিতে গ্রামীণ চিকিৎসকদের ভূমিকায় ভুয়সী প্রশংসা করে এই সংগঠনের ন্যায্য দাবিদাওয়ার পাশে থাকার বার্তা দিয়েছেন ।
এই সংগঠনের পক্ষে পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি ডাক্তার প্রফুল্ল কুমার বেরা, রাজ্য নেতৃত্ব ডাক্তার দিলীপ বাগ, উপদেষ্টা সুব্রত সরকার, শিক্ষক ও সমাজসেবী আলী আকবর খান প্রমুখ ব্যক্তিবর্গ গ্রামীণ চিকিৎসকদের চিকিৎসক স্বীকৃতি, সরকারিভাবে ন্যূনতম প্রশিক্ষণ প্রদান ও নিরাপত্তার দাবিতে সরব হয়েছেন । সেই সাথে তাদের নিজস্ব দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতন করেছেন । এই সম্মেলনে জানানো হয়েছে যে এই এলাকায় এ পর্যন্ত 145 জন গ্রামীণ চিকিৎসক সংঘটিত হয়েছে । আর জেলায় এই সংখ্যা 4000 জন । এদের মধ্যে মহিলা চিকিৎসক রয়েছেন 125 জন । এদিন সম্মেলনের শেষান্তে দাসপুর –২ নং ব্লকের জন্য ডাক্তার দিলীপ মাইতি কে সভাপতি ও গ্রামীণ ডাক্তার আদিত্য নারায়ণ আদককে সম্পাদক করে একটি বলিষ্ঠ কমিটি ঘোষিত হয়েছে ।
চলুন দেখে নিন আমাদের প্রতিবেদন নীচের লিঙ্কে ক্লিক করে।