বাংলার আকাশে অশনি সংকেত। ধেয়ে আসছে ঘূর্নীঝড়
সব্যসাচী গুছাইত, ০৬/০৫/২০২২: বাংলার আকাশে অশনি সংকেত, মৎস্যজীবিদের উপকূলে যাওয়ার ক্ষেত্রে সতর্কতা জারী করল আলিপুর আবহাওয়া দপ্তর।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাষ অনুযায়ী দক্ষিন আন্দামান সাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্নীঝড়। ৭ই মে তা নিম্নচাপে পরিনত হবে। সেই নিম্নচাপ থেকে জন্ম নেবে ঘূর্নীঝড়। ৮ই মে সন্ধ্যে থেকে সেই ঝড় এগোতে শুরু করবে উত্তর পূর্ব দিকে।
এই ঘূর্নীঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। তাই সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে নিষেধাঞ্জা জারী করলো আলিপুর আবহাওয়া দপ্তর। সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে সব দপ্তরকে। প্রখর গ্রীষ্মের তাপপ্রবাহের পর বৃষ্টির পূর্বাভাস পেয়ে স্বস্তির আশ্বাস অনেকে পেলেও, এই ঘূর্নীঝড়ের প্রভাবে যে ক্ষয় ক্ষতি একেবারেই হবে না, তা একেবারেই উড়িয়ে দিতে পারছে না আবহাওয়া দপ্তর।