খবরজেলার খবরবিনোদনভাইরালরাজ্য

কথায় আছে বাপের হোটেল! আবার সেই বাপের হোটেলের উদ্বোধন করলেন শিক্ষক, ঘটনাটি কি?

কথায় আছে বাপের হোটেল! আবার সেই বাপের হোটেলের উদ্বোধন করলেন শিক্ষক, ঘটনাটি কি?

ভুবন মোহনকর: ২৭/০৪/২০২২ – বাপের হোটেল কমবেশি সবাইকে ই শুনতে হয়েছে! এবার সেই বাপের হোটেল খোদ এই বঙ্গে উদ্বোধন করলেন এক শিক্ষক। ঘটনাটি শুনে আপনিও অবাক তো? বেশ তাহলে চলুন পুরো ঘটনাটি শোনা যাক। নিজের বিবাহ বার্ষিকী উপলক্ষে এক অভিনব উদ্যোগ গ্রহণ করছেন প্রাথমিক স্কুলের এক শিক্ষক। খুলেছেন খাবারের হোটেল, তাও আবার বিনামূল্যে। তবে এর পেছনেও রয়েছে এক অন্য গল্প। বিনামূল্যে খাবারের হোটেল কোনও মানুষের জন্য নয়। পরিবেশের অবলা জীব-জন্তু, পশু-পাখিদের মুখে খাবার তুলে দিতেই এই অভিনব প্রয়াস।

পূর্ব মেদিনীপুরের অন্তর্গত কাঁথির ১ নম্বর ব্লকের কুলাইপদিমা নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্যামল জানা এই অভিনব উদ্যোগ গ্রহণ করেছেন। নতুন হোটেলের নাম দিয়েছেন ‘বাপের হোটেল’। ২৫ এপ্রিল ছিল শ্যামল বাবুর বিবাহ বার্ষিকী। ওই শুভ দিনেই কাঁথির আঠিলাগাড়িতে তাঁর নতুন হোটেল ‘বাপের হোটেল’ -এর শুভ সূচনা করেন।

প্রথম দিন থেকেই হোটেলে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। খাবারের সন্ধানে অসংখ্য পশু-পাখিকে ভিড় করতে দেখা যায় ওই হোটেলে। জানা গিয়েছে, জীবজন্তুদের খিদে ও তেষ্টা মেটাতে হোটেলে যথেষ্ট পরিমাণ খাবার ও পানীয় মজুত করা রয়েছে। রয়েছে কলা, শসা, আলু, ভুট্টা, বাদাম, কাঁচা ছোলা, গম, সূর্যমুখী বীজ ইত্যাদি। এর পাশাপাশি মজুত রয়েছে প্রচুর পানীয় জল। এই অভিনব প্রসঙ্গে প্রাথমিক স্কুল শিক্ষক শ্যামল জানা জানিয়েছেন, বিবাহবার্ষিকীতে স্ত্রীকে দামি উপহার দেওয়ার মতো সাধ্য তাঁর ছিল না।

এই প্রচণ্ড গরমে রাজ্যজুড়ে সাধারন মানুষদের নাজেহাল অবস্থা। সেখানে অবলা পশুপাখিদের অবস্থা আরও শোচনীয়। তাই তাদের কথা ভেবে জীবসেবার উদ্দেশ্যে এই উদ্যোগ নিতে অগ্রসর হয়েছিলেন শ্যামল বাবু। এই প্রয়াসে খুশি তাঁর স্ত্রীও। তার সঙ্গে সমস্ত পরিবেশ প্রেমিও তাঁকে কুর্নিশ জানিয়েছেন। এমন ঘটনা আজও প্রমাণ করে মনুষত্ব এখনও মরেনি। যেখানে নিত্য নৈমিত্তিক শিক্ষকে শিক্ষকে চুলোচুলি, মারামারি সেখানে এমন ঘটনা সত্যি মন ভালো করে দেয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.