করাচি বিস্ফোরণের হাড় হিম করা ভিডিও! এক মহিলার আত্মঘাতী বিস্ফোরণ
ভুবন মোহনকর: ২৭/০৪/২০২২- হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের করাচি। তাতে ৪ জন প্রাণ হারিয়েছেন, যাঁদের মধ্যে রয়েছেন ৩ চিনা নাগরিকও । আহত হয়েছেন দু’জন। গাড়িতে চেপে করাচি ইউনিভার্সিটির কনফুসিয়াস ইনস্টিটিউটে যাচ্ছিলেন তাঁরা। পাকিস্তানে নিষিদ্ধ উগ্রপন্থী সংগঠন বালোচ লিবারেশন আর্মি এই হামলার দায় স্বীকার করেছে।
পাকিস্তানের দখল বালুচিস্তানকে মুক্ত করে, স্বাধীনতার দাবিতে দীর্ঘ দিন ধরে সশস্ত্র আন্দোলন চালিয়ে আসছে ওই সংগঠন। সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই হাতে পেয়েছে করাচি পুলিশ। তাতে দেখা দেখা গিয়েছে, ভরদপুরে রাস্তায় জনসমাগম তেমন নেই। রাস্তার পাশে একটি গাছের নীচে উশখুশ করছেন বোরখা পরিহিত এক মহিলা। দূর থেকে সাদা রংয়ের ভ্যানটিকে এগিয়ে আসতে থেকে বোরখার সক্রিয় হয়ে ওঠেন তিনি। গাড়িটি তাঁর কাছে আসা মাত্র ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক।
#Pakistan CCTV footage of a terror attack in #Karachi University, leaves 4 daed including 3 Chinese nationals. Banned terror outfit BLA claims the responsibility, saying that a female suicide bomber exploded herself on a van. https://t.co/gwdANOUTOk pic.twitter.com/RH6sgvVnYe
— Ghulam Abbas Shah (@ghulamabbasshah) April 26, 2022
বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, আশেপাশের বেশ কয়েকটি বাড়ির জানলার কাচ পর্যন্ত গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছে। ধোঁয়া কাটলে দেখা যায়,দাউ দাউ করে জ্বলছে গাড়িটি। চলুন দেখে নিন সেই হাড়হিম করা ভিডিও।