খবরজেলার খবররাজ্য

“টীম উইনার্স‌” দাপিয়ে বেড়াচ্ছে মেদিনীপুর-খড়গপুরের রাজপথ

টীম উইনার্স‌” দাপিয়ে বেড়াচ্ছে মেদিনীপুর-খড়গপুরের রাজপথ

সব্যসাচী গুছাইত ,নিজস্ব সংবাদদাতা-২৪/০৫/২০২২ -মেদিনীপুর ও খড়গপুর শহরের রাস্তায় ক্রমশ দাপট বাড়ছে ছিনতাইবাজদের। রাজপথে বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছে ছিনতাইবাজদের দল। হাতে বা কানে থাকা মোবাইল, মানিব্যাগ যে কোন মুহূর্তে ছৌঁ মেরে টেনে নিচ্ছে। সংগে আছে অন্ধকার রাস্তায় ইভটিজারদের দৌরাত্ম।

এই পরিস্থিতিতে রাজধানী কলকাতার আদলে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্দোগে গঠিত হল মহিলা পুলিশের বিশেষ এক টীম *Winners* ৮ টি স্কুটারে বাছাই করা বিশেষ প্রশিক্ষনপ্রাপ্ত ১৬ জন মহিলা পুলিস দুই শহরের রাজপথে সন্ধ্যে ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত কালো পোশাকে টহল দিচ্ছে। কখনো দিনের বেলাতেও এই টীমকে শহরের রাজপথেও দেখা যাচ্ছে। জেলা পুলিশের পক্ষ থেকে টীম উইনার্স এর জন্য একটি হেল্পলাইন নাম্বার চালু করেছেন। নাম্বারটি হল – 8001007868

 

গত ১৭ই মে মুখ্যমন্ত্রী মেদিনীপুরে আসার দিন থেকেই এই টীমের শুভ সূচনা করেছেন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। এই টীম উইনার্স এর টহলের দাপটে মহিলারা যথেষ্ট সাহস পেয়েছেন। আগের থেকে নিজেদের সুরক্ষিত বলে মনে করছেন শহরবাসীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.