টোকিয়তে(Tokyo) দুই বিমানের মুখোমুখি ধাক্কা – প্রবল আগুনের পুড়ে মৃত্যু ৫ জনের
একেই ভূমিকম্প ও সুনামিতে বিদ্ধস্ত জাপান(Japan )। তার মধ্যে ঘটে গেলো এক ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা। জানা যাচ্ছে জাপান এয়ার লাইন্স ও কোষ্ট গার্ডের দুটি বিমান মুখোমুখি আঘার করে। মুহূর্তে যাত্রীবাহী প্লেনটিতে আগুন লেগে যায়। জানা গিয়েছে উদ্ধারকারীরা যাত্রীবাহী ৩৬৭ জন যাত্রীকে উদ্ধার করেছে। যদিও কোস্ট গার্ড (Coast Guard ) বিমানে থাকা ৫ জনের মৃত্যু হয়েছে। জাপান সংবাদ সংস্থা জানাচ্ছে, যাত্রীবাহী বিমানটি হোক্কাইডো (Hokkaido )থেকে সবে পৌঁছেছিল হানাদায়।
সংঘর্ষের পরেই যাত্রীবাহী বিমানটিতে আগুন ধরে যায়। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলিতে দেখা গিয়েছে, বিমানের জানলাগুলিতে দাউদাউ করে আগুন জ্বলছে। ওই মুহূর্তে উদ্ধারকাজে নামেন বিমানবন্দরের নিরাপত্তা রক্ষীরা। একটি ভাইরাল ভিডিওতে সেই ভয়াবহ আগুনের দৃশ্য দেখে চমকে উঠেছে সবাই।
খুবই দ্রুততার সঙ্গে আগুন নেভানোর কাজে নামার ফলে ফাত্রীবাহী বিমান থেকে সকলকে উদ্ধার করা গেছে। আগুন নেভাতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৭০টি ইঞ্জিন।
নিরাপদে যাত্রীবাহী বিমানে থাকা ৩৬৭ জনকে তৎপরতার সঙ্গে উদ্ধার করা গেছে। যাত্রীবাহী বিমানের ৩৬৭ জন যাত্রীকে উদ্ধার করা গেলেও কোস্ট গার্ড জেটের ৬ জনের মধ্যে একজনকে উদ্ধার করা গিয়েছিল। বাকি ৫ জনের আগুনে পুড়ে মৃত্যু হয়েছে বলে খবর। এই মর্মান্তিক খবরে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা (Fumio Kishida) গভীরভাবে দুঃখ প্রকাশ করেছেন।