খবরজেলার খবররাজ্য

কিশোরীদের ৭৩তম প্রজাতন্ত্র দিবস উৎযাপন

ভুবন মোহনকর : পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলা জুড়ে সমস্ত সু – সংহত শিশু বিকাশ প্রকল্প অফিস এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কিশোরী দের নিয়ে ৭৩ তম প্রজাতন্ত্র দিবস (Republic Day) পালিত হয়েছে। সেখানে সরকারি আধিকারিক, জনসাধারণ, সমাজকর্মী থেকে শুরু করে কন্যাশ্রী প্রকল্পের কিশোরী মেয়েদের উপস্থিতি ছিল।

বেশ কিছু প্রোগ্রামে উপস্থিত হয়েছিলেন – District Coordinator(স্যাগ কেপি), স্থানীয় পঞ্চায়েত সদস্য গণ, প্রজেক্ট কো অর্ডিনেটর এবং ফিল্ড ফ্যাসিলিটেটর (স্যাগ কেপি), অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা। প্রভাতে জাতীয় পতাকা উত্তোলন (Flag Hosting) এবং সমবেত হয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন হয়েছে। কিশোরী দের দ্বারা উদ্বোধনী সঙ্গীত গাওয়া , আবৃত্তি পরিবেশন, তাৎক্ষণিক বক্তৃতা ইত্যাদি।উল্লেখ্য স্বাধীন ভারতবর্ষের এই মহেন্দ্র মহতী দিনটি সারা দেশের সঙ্গে সারা জেলা জুড়েই সসম্মানে এবং আনুষ্ঠানিক ভাবেই পালন হয়েছে।

বেশ কিছু জায়গায় দুঃস্থ কিশোর-কিশরীদের শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

এই স্বর্ণালী দিনটির ইতিহাস,ভূমিকা এবং এই দিনটির রূপকার দের নিয়ে আলোচনার মাধ্যমে আজকের এই অনুষ্ঠান সর্বাঙ্গীন সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.