ছায়ার মৃত্যু! নিশ্চয় শোনেননি ? এবার সেই ঘটনার সাক্ষী হবে কলকাতা বাসীও, কি এই ছায়ার মৃত্যু?
ভুবন মোহনকর: ০৫/০৬/২০২২: অনেকেই ছায়ার মৃত্যু হেডলাইন পরে অবাক হচ্ছেন! অনেকে আবার গ্রীষ্ম প্রধান দেশে ছায়ার মৃত্যু শুনেছেন, কিন্তু কলকাতায় ছায়ার মৃত্যু? বিজ্ঞানের ভাষায় একে বলে জিরো শ্যাডো। শুধু মানুষের ছায়াই নয়, উবে যাবে উলম্ব যে কোনও বস্তুরই ছায়া। অবাক হচ্ছেন তো? না, অবাক হবার কিছু নেই। এমনই ঘটনা ঘটতে চলেছে আজকে ৫ জুন। সেদিন আবার বিশ্ব পরিবেশ দিবস। মাথার ওপর গনগনে সূর্য থাকবে, কিন্তু মানুষ-পশুপাখি, জীবন্ত-জড় কোনও কিছুরই ছায়া পড়বে না।
শুধু একদিন নয়, দু’দিন এমন হবে- আজকে ৫ জুন ও ৭ জুলাই। আর এই বিরল ঘটনার সাক্ষী হবে থাকবে কলকাতা। তবে ভয় পাওয়ার দরকার নেই।
কিন্তু কি এই ডেড শ্যাডো বা ছায়ার মৃত্যু?
সূর্য ও পৃথিবীর কোনও অঞ্চল একই বিন্দুতে অবস্থান করলে এমন ঘটনা ঘটতে পারে। তাঁর ব্যাখা, বছরে দুবার উত্তরায়ণ ও দক্ষিণায়নের সময় এই ঘটনা ঘটে। কর্কটক্রান্তি রেখার দক্ষিণে অবস্থিত কোনও এলাকায় সূর্যের উত্তরায়ণ (২২ ডিসেম্বর থেকে ২১ জুন) ও দক্ষিণায়নের (২১ জুন থেকে ২২ ডিসেম্বর)সময় পৃথিবী পৃষ্ঠ সূর্যের সঙ্গে নির্দিষ্ট কৌণিক অবস্থানে হেলে থাকলে এমন ছায়াহীন দিন দেখা যায়।
পৃথিবী পৃষ্ঠ সূর্যের সঙ্গে ২৩.৫ ডিগ্রি কোণে হেলে থাকলে সূর্যের আলো সরাসরি উল্লম্বভাবে পড়বে। ফলে প্রত্যেকের ছায়া তার পায়ের কাছে দেখা যাবে, পাশে পড়বে না। মনে হবে কোনও ছায়াই নেই।