খবরজেলার খবররাজ্য

পানিহাটিতে দণ্ড উৎসবে প্রবল ভিড়! গরমে অসুস্থ অনেক, মৃত ৩

পানিহাটিতে দণ্ড উৎসবে প্রবল ভিড়! গরমে অসুস্থ অনেক, মৃত ৩

 

ভুবন মোহনকর: ১২/০৬/২০২২: উত্তর চব্বিশ পরগণার পানিহানি দণ্ড মহোৎসবে চরম বিশৃঙ্খলা। প্রচন্ড গরম ও ভিড়ে মৃত্যু হয়েছে ৩ জনের, গুরুতর অসুস্থ আরও বেশ কয়েকজন। শুধু জেলা নয় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত সাধারণের সমাগম হয় এই দণ্ড মহোৎসবে। করোনা পরিস্থিতির জেরে গত ২ বছর বন্ধ ছিল এই মেলা। ফলে এ বছর মেলায় বিপুল ভক্ত সমাগম হয়। উপচে পড়ে দর্শনার্থী। প্রচণ্ড গরম এবং ভিড়ের চাপে মৃত্য়ু হয় ৩ জনের। অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন।

দর্শনার্থীদের চাপ সামলাতে না পেরে পুরসভা, বিধায়ক এবং পুলিস প্রশাসন নতুন করে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে। প্রত্যক্ষদর্শীদের একাংশের অভিযোগ, উদ্যোক্তাদের অব্যবস্থার জন্যই মেলায় ভিড় নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি ৷ তার জেরেই ঘটে যায় মর্মান্তিক ঘটনা ৷ যদিও অব্যবস্থার কথা মানতে নারাজ আয়োজকরা ৷

রবিবারের এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর চব্বিশ পরগনার পানিহাটি এলাকায় ৷ ঘটনায় মৃতদের মধ্য়ে রয়েছেন এক প্রবীণ দম্পতি ৷ তাঁদের নাম সুভাষ পাল ও শুক্লা পাল ৷ তাঁদের জামাই দেবাশিস বণিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তাঁর শ্বশুর-শাশুড়ি পানিহাটিরই বাসিন্দা ৷ তাঁদের ফ্ল্যাটের পাশেই রয়েছে ইসকনের মন্দির ৷ রবিবার দই-চিঁড়ের মেলা উপলক্ষেই মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন ওই দম্পতি ৷ সেখানেই গরমে অসুস্থ হয়ে জ্ঞান হারান তাঁরা ৷ পরে তাঁদের মৃত্যু হয় ৷

এছাড়াও, ঘটনাস্থলে আরও এক বৃদ্ধার দেহ দেখা গিয়েছে ৷ পরে অসুস্থ আরও একজনের মৃত্যু হয় ৷ ইতিমধ্যেই এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইট করে জানিয়েছেন,’ মৃতের পরিবারকে আমার আন্তরিক সমবেদনা জানাই এবং অসুস্থদের দ্রুত আরোগ্য কামনা করি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.