বড়মার বিসর্জনে শোকের ছায়া নৈহাটিতে
নিজস্ব সংবাদদাতা,নদীয়া: বড়মার বিসর্জন দেখতে যাওয়াই কাল হল। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন এক রিকশাচালকের। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম জয়দেব মণ্ডল। নৈহাটির কেওড়াপাড়ার বাসিন্দা তিনি। ওই এলাকাতেই রিকশা চালাতেন তিনি। শুক্রবার কালীপুজোর বিসর্জন দেখতে বাড়ির চালের উপরে উঠেছিলেন। তাঁর বাড়ির পাশেই ছিল বিদ্যুতের একটি খুঁটি। সেখান থেকে তার ছিঁড়ে চালের উপর এসে পড়েছিল। যা লক্ষ্য করেননি জয়দেব। ফলে চালের উপর উঠে ওই ছেঁড়া তারে পা দিতেই ঘটে বিপত্তি। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তাঁর। ঘটনায় ছড়ায় উত্তেজনা। শোকের ছায়া জয়দেবের পরিবারে।
নৈহাটির অতি জনপ্রিয় পুজো বড়মা। প্রতি বছরই এই কালীপুজো দেখতে ভিড় জমান সাধারণ মানুষ। জেলা তো বটেই, জেলার বাইরে থেকেও জনসমাগত ঘটে