ফের সন্ত্রাস টেক্সাসে! বন্দুকবাজের হামলায় মৃত১৮ জন শিশু ও ২১ জন
ভুবন মোহনকর: ২৫/০৫/২০২২: ফের সন্ত্রাস। আমেরিকার প্রাথমিক স্কুলে বন্দুকবাজের গুলিতে নিহত ১৮ পড়ুয়া সহ ২১ জন। পরে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে বন্দুকধারীরও। টেক্সাসের ইউভালদেতে এই ঘটনাটি ঘটেছে। আহত বহু। টেক্সাস প্রশাসন সূত্রে খবর, ইউভালডে কাউন্টির প্রাথমিক স্কুলে গুলিচালনার ঘটনায় অভিযুক্ত কিশোরের নাম ১৮ বছরের সালভাদর র্যামোস। মঙ্গলবার একটি হ্যান্ডগান এবং রাইফেল নিয়ে স্কুলে ঢুকে পড়ে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে সে। ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে নিহত হন ২১ জন। তাঁদের মধ্যে ১৮ জন শিশুও রয়েছে।
এ ছাড়াও অনেকে আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। উল্লেখ্য, ঘটনার পর টুইট করে শোকবার্তা জানান টেক্সাস গভর্নর। এই পরিস্থিতিতে রাজ্যবাসীকে একজোট হয়ে থাকারও আর্জি জানিয়েছেন তিনি।
হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, মঙ্গলবারের হামলার নিহতদের পরিবারের প্রতি শোক ব্যক্ত করতে ২৮ মে অবধি সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডো বাইডেন।