ইডেনে বসতে চলেছে ২০২২ আইপিএল এর আসর! বার্তা সৌরভের
ভুবন মোহনকর: ১৭/০৪/২০২২: ইডেনে হতে চলেছে ২০২২ আইপিএল ৷ তাও একশো শতাংশ দর্শক সহ ৷ হ্যাঁ, বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এমনটাই জানিয়েছেন ৷ আইপিএল এর লিগ ম্যাচগুলি মহারাষ্ট্রের চারটি স্টেডিয়ামে হলেও, প্লে অফের ম্যাচ কলকাতায় হবে বলে জানিয়েছেন তিনি ৷
২৪ ও ২৫ মে আইপিএল এর প্লে অফের দু’টি ম্যাচ ইডেনে হবে ৷ ফাইনাল সম্ভবত আমেদাবাদে হবে ৷ সেই সঙ্গে ধুমধাম করে আইপিএল ১৫’র সমাপ্তি অনুষ্ঠানও হবে বলে জানিয়েছেন বিসিসিআই সভাপতি ৷ পরপর দু’বছর করোনার জন্য আইপিএল’র কোনও উদ্বোধনী এবং সমাপ্তি অনুষ্ঠান হয়নি ৷ সেই টাকা করোনা চিকিৎসার জন্য দান করেছে বিসিসিআই ৷ এ বারেও শুরু দিকে সংক্রমণ কিছুটা থাকায় উদ্বোধনী অনুষ্ঠান হয়নি ৷ কিন্তু, ফাইনালে ধুমধাম করে হবে সমাপ্তি অনুষ্ঠান ৷
সৌরভ জানান, ‘‘ফাইনালে বিশেষ ব্যবস্থা থাকছে ৷ গত দু’বছর উদ্বোধন এবং ফাইনালে কোনও অনুষ্ঠান হয়নি ৷ এ বার সমাপ্তি অনুষ্ঠান থাকছে ৷ বিশেষ নাচগানের অনুষ্ঠান থাকছে ৷ সেজন্য বোর্ড বিড প্রকাশ করেছে ৷ আগে যেভাবে অনুষ্ঠান হত সেভাবেই হবে ৷’’ ২০২২’এ সংক্রমণ কমায় মহারাষ্ট্রের চারটি স্টেডিয়ামে ৫০ শতাংশ দর্শক নিয়ে টুর্নামেন্ট আয়োজিত হয়েছে ৷
তবে, প্লে অফ ও ফাইনাল কোথায় হবে ? তা এতদিন জানায়নি বিসিসিআই ৷ এ বার সেই খবরটাই জানালেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ সেই সঙ্গে কলকাতার জন্য সুখবরও দিলেন তিনি ৷ দু’টি প্লে অফ ম্যাচ দিয়ে ইডেন গার্ডেন্সে ফিরছে আইপিএল ৷ আগামী ২৪ ও ২৫ মে প্রথম প্লে অফের প্রথম কোয়ালিফায়ার এবং এলিমিনেটর ম্যাচ আয়োজিত হবে ইডেনে ৷ দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ফাইনাল হতে পারে আমেদাবাদে ৷