পশ্চিম মেদিনীপুরের হাতি ধরতে আর্কিমিডিসের সূত্র
ভুবন মোহনকর : ২৩/০২/২০২২ , মেদিনীপুরে একটি হাতি (Elephant) খাদে পড়ে গিয়েছিল।সেই হাতিটিকে উদ্ধার করার জন্য সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করা হয়েছে।আর্কিমিডিসের সূত্র প্রয়োগ করে খাদ থেকে বের করে আনা হয়েছে গজরাজকে। তারপরই তিনি জানিয়েছেন, ‘যদি বিশ্বাস না হয় তাহলে ভিডিওটি দেখে নিন।’ এক মিনিট ১৪ সেকেন্ডের ভিডিওটি শ্যুট করা হয়েছ রাতের বেলায়। দেখা গেছে একটি খাদে আটকে পড়েছে হাতিটি। আর তার চার দিকে রয়েছে প্রচুর মানুষ।
বনবিভাগের কর্মীরা হাতিটিকে খাদে ভাসিতে দেওয়া জন্য জল ব্যবহার করেছে। তারা জল ঢালতে শুরু করেছে। হাতিটি জলের কারণে ভেসে ওঠার পরি দড়ি দিয়ে সেটিকে খাদ থেকে উদ্ধার করা হয়েছে। এক আই এস এফ বনকর্তা ও আধিকারিকের বলেছেন, “রাত ১টা নাগদ ফোন পেয়ে তিনি জানতে পারেন একটি হাতি খাদে পড়ে গেছে। রাতেই তিনি ঘটনাস্থলে পৌঁছে যান। তারপরই শুরু হয় উদ্ধারকাজ। ভোর ৪টের দিকে উদ্ধার করা হয়ে গজরাজকে”। তিনি আরও বলেছেন বনকর্মীরা অত্যান্ত উন্মাদনার সঙ্গেই হাতিটিকে খাদ থেকে বের করে আনে।
An elephant fell into a ditch in Midinapur. Now how to rescue it. By applying Archimedes' principle. Watch to believe. pic.twitter.com/1mPs3v8VjC
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) February 21, 2022
উল্লেখ্য, আর্কিমিডিস বিশিষ্ট গ্রীক গণিতজ্ঞ। তাই বিখ্যাত সূত্র হল কোনও বস্তু বা শরীর সম্পূর্ণ বা আংশিকভাবে তরল পদার্থে নিমজ্জিত হলে একটি উর্ধ্বমূখী বল কাজ করে। যা বস্তুটিকে ওপর দিকে উঠতে সাহায্য করে। খাদে জল ভরার সঙ্গে সঙ্গে হাতিটি অনেকটা ওপরের দিকে উঠে আসে। তাতে সেটিকে সেখান থেকে বার করতে সুবিধে হয়েছিল।