মালদহতে ভয়াবহ অগ্নিকান্ডে সর্বহারা ৫ টি পরিবার
শ্রাবণী ভট্টাচার্য মাইতি: বিধ্বংসী আগুনে পুড়ে ছাই পাঁচ ভাইয়ের ২৪ টি বাড়ি। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যে সাতটা নাগাদ মালদহের হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের সুলতান নগর গ্রাম পঞ্চায়েতের বৈজনাথপুর গ্রামে। ঘটনা স্থলে দমকলের দুটি ইঞ্জিন ও হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ এসে পৌঁছোয় এবং আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
ঘটনায় গোটা এলাকা জুড়ে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন পরিবারের পিতা সায়েদ আলি ও তার পাঁচ ছেলে হাসেন আলি,হুসেন আলি,এক্রামূল হক,নাজিমূল হক ও বাদল আলি। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনো খবর না থাকলেও সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গিয়েছে পাঁচ ভাইয়ের মোট ২৪ টি বাড়ি এবং সেই সাথে তিনটি গবাদি পশু,পাঁচটি বাইক,
আসবাবপত্র,নগদ টাকা,অলঙ্কার এবং বাড়িতে মজুত রাখা শস্য,জমির দলিল ও ঘরের টিন। সব মিলিয়ে প্রায় ৭০ থেকে ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান।
ঘটনার খবর পেয়ে ছুটে যান তৃণমূল জেলা সাধারণ সম্পাদক বুলবুল খান এবং সঙ্গে ছিলেন সুলতান নগর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান। এক মাসের খাদ্য সামগ্রী সহ কিছু আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বুলবুল খান।
পরিবার সূত্রে জানা যায়, বাড়িতে গ্যাস সিলিন্ডারে রান্না করার সময় সিলিন্ডার ফেটে আচমকাই আগুন ধরে যায় রান্না ঘরে। এরপরেই চোখের নিমেষে পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করে। একেরপর এক আগুন লেগে যায় আরও ২৩টি বাড়িতে।
পাঁচ ভাইয়ের বাড়ি গ্রামের বাইরে এক ফাঁকা মাঠে থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে এলাকার বিশেষ কেউই হাত লাগাতে পারেনি। তবে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ও দমকলের দুটি ইঞ্জিন। প্রায় চার ঘণ্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী।বর্তমানে পরিবারগুলি পলিথিন টাঙিয়ে বাঁধের উপর খোলা আকাশের নিচে ঠাঁই নিয়েছে।