১৫ দিনের জন্য জারি হাই অ্যালার্ট পুরো জঙ্গলমহল জুড়ে! পুলিশদের ছুটি বাতিল করা হয়েছে
বি. মোহনকর: ১৬/০৪/২০২২ আগামী ১৫ দিনের জন্য হাই এলার্ট জারি করা হয়েছে জঙ্গলমহলের থানা এলাকায়। বড়সড় কোনও ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই আগামী ১৫ দিনের জন্য সমস্ত পুলিশকর্মীর ছুটি বাতিল করা হয়েছে।
এমনকী যাঁরা ছুটিতে গিয়েছিলেন, তাঁদের আজকের মধ্যেই জয়েন করে নিজেদের থানায় রিপোর্ট করতে বলা হয়েছে। পুলিশ সূত্রে খবর পাওয়া গেছে কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রে পুলিশের কাছে রিপোর্ট এসেছে যে কোনও বড় কিছু ঘটার সম্ভাবনা আছে আগামী কয়েকদিনের মধ্যে। সেই কারণেই এই বাড়তি সতর্কতা বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত বেশ কয়েকদিন ধরে প্রায় ৮ এপ্রিল মাওবাদীদের ডাকা বনধে ব্যাপক প্রভাব পড়েছিল জঙ্গলমহল এলাকায়। তারপর এই হাই এলার্টে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। এবং ওই বনধের পর থেকেই জঙ্গলমহলের বিভিন্ন জায়গায় অপারেশন শুরু করে যৌথ বাহিনী। এদিকে হাই এলার্ট জারি হওয়ার পর থেকে জঙ্গলমহলের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে নাকা তল্লাশি। যদিও এই বিষয়টি নিয়ে জেলা পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করা হলে, পুলিশের তরফে কিছু বলতে রাজি হয়নি তিনি সুরক্ষা এবং গোপনীয়তার কথা মাথায় রেখে। এদিকে সাম্প্রতিকালে জঙ্গলমহলের একাধিক এলাকায় মাওবাদী পোস্টার দেখা গিয়েছে।
রাজ্যের শাসক দল অবশ্য বরাবর দাবি করে আসা হচ্ছে, জঙ্গলমহলে মাওবাদী বলে কিছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে আসার পর মাওবাদীদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসার জন্য বেশ কিছু পদক্ষেপ করেছেন বটে। কিন্তু তারপরও বার বার জঙ্গলমহলে মাওবাদী পোস্টার পড়তে থাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আবার কেউ কেউ মনে করছেন মাওবাদী বলে কিছুই নেই, জঙ্গল মহল অধ্যুষিত এলাকার সাধারণ মানুষরা তাদের যথাযথ দাবি পুরনের জন্য তারা নানা ভাবে আবেদন করলেও তা পূরণ করেনি সরকার। উপরন্তু, তাদের নায্য পাওয়া টুকুও তারা বঞ্চিত। তাহলে কি সর্ষের মধ্যেই ভুত, এটাই প্রশ্ন উঠছে!