পুরুলিয়ার জঙ্গলে চিতা! ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়লো ছবি, চলছে মাইকিংয়ে সাবধানতা
ভুবন মোহনকর: ১২/০৩/২০২২: ছৌ নাচের দেশে এবার চিতাবাঘের দাপট ৷ পুরুলিয়ার সিমনি বিটের জঙ্গলে দেখা গিয়েছে চিতাবাঘ ৷ কোটশিলা বনাঞ্চলের সিমনি বিটের জঙ্গলে ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ে চিতাবাঘের ছবি।
প্রায় দু’বছর ধরে কোটশিলা বনাঞ্চলের সিমনি বিটের জঙ্গলে চিতাবাঘ ঘাপটি মেরে থেকে একের পর এক গবাদি পশুকে মেরে ফেললেও ঝাড়খণ্ড লাগোয়া পুরুলিয়া জঙ্গলে ওই বাঘটির আনাগোনা। ওই বন্যপ্রাণীর যাতে কোনো ক্ষতি না হয়, তাই বন দপ্তর চিতাবাঘটিকে বাঁচিয়ে রাখতে মরিয়া। চাইছেন, গ্রামের জঙ্গলেই থাকুক চিতা, শুধু লোকালয়ে না এলেই হল। পুরুলিয়া বন বিভাগের ডিএফও দেবাশিস শর্মা বলেন, “চিতাবাঘটি জঙ্গলের মধ্যেই রয়েছে ৷ লোকালয়ে আসার চেষ্টা করেনি ৷
তবে আমরা সাধারণ মানুষকে সতর্ক করেছি ৷ এলাকায় মাইকিং করে সতর্ক করা হয়েছে ৷ রাজ্যের প্রধান মুখ্য বনপাল তথা চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন দেবল রায় বলেন, “ওই চিতাবাঘ দীর্ঘদিন ধরে কোটশিলা বিটের সিমনি এলাকায় থেকে যেভাবে স্থায়ীভাবে বসবাস করছে, ফলে এটাই প্রমাণ করে ওই এলাকার মানুষজন জঙ্গলে থাকা বন্যপ্রাণের মর্যাদা রাখতে জানেন।”