অন্যান্যখবরখেলাফুটবলবিদেশ

Pele’s funeral : নেইমার রোনাল্ডো নেই পেলের শেষকৃত্যে! দেশের ফুটবলপ্রেমীরা নিন্দায় সরব হলেন

Neymar Ronaldo is not at Pele's funeral! The football lovers of the country were condemned

নেইমার রোনাল্ডো নেই পেলের শেষকৃত্যে! দেশের ফুটবলপ্রেমীরা নিন্দায় সরব হলেন

 

ফুটবল সম্রাট তেলের শেষকৃত্যে উপস্থিত হলেন না প্রাক্তন বর্তমান ফুটবলাররা। কিন্তু এদিন শেষকৃত্যে পা মিলিয়েছিলেন বহু সাধারণ মানুষ। যার দরুন স্যান্টোসের রাস্তায় পা ফেলা মুশকিল হয়ে পড়েছিল। যাদের কারণে আজ সম্রাটের মুকুট পেলের মাথায় তাদের চোখের জলে শেষ বিদায় জানালেন পেলে।

বেশ কয়েকদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন পেলে। বিশ্বকাপ চলাকালীন কাতারের মাঠ থেকে কোচ তিতে সহ অনেক ফুটবলার রাই তার দীর্ঘসূস্থ্যতার কামনা করেছিলেন।

 

এর মধ্যে ব্রাজিলের একাংশ ধিক্কার জানিয়ে বলে, ” আমরা এই কথা কিছুতেই বিশ্বাস করে নিতে পারছি না। পেলে তো শুধু ব্রাজিলিয়ানদের হিরো নন, সারা বিশ্বের হিরো তিনি। তার শেষ যাত্রায় শুধু উপস্থিত ছিলেন দুজন বিশ্বকাপ খেলা ফুটবলাররা! সাওপাওলো গাড়ি করে মাত্র আড়াই ঘন্টা রাস্তা সেখানে থাকেন কাফু, রবার্তো কার্লোস রা। তারাও একবারের জন্য আসার সময় পাননি? তার সাথে সাথে রোনাল্ডো, জিকো, দুংগা অথবা এবারের বিশ্বকাপ খেলার কোচরা কেউই সময় পাননি আসার জন্য? ফিফা সভায়প্তি ইনফান্তেনো স্যান্টোসে পড়েছিলেন শেষকৃত্য হয়ে যাবার দুদিন পরেও।

 

পেলের মৃত্যুর সাথে সাথে একটা বড় কালো দিন অর্থাৎ “ব্ল্যাক ডে” হয়ে গেল ব্রাজিলিয়ানদের কাছে। এমনকি স্যান্টোস স্টেডিয়ামের বাইরে পর্যন্ত লোকে লোকারণ্য হয়েছিল। জীবিত অবস্থায় ফুটবল সম্রাট নিজের ইচ্ছা প্রকাশ করেছিলেন, তাকে স্যান্টোসের এই সমাধিস্থলে যেন নিয়ে আসা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.