পুলওয়ামা হামলা: ভারতীয় কালোদিন
২০১৯ সালের পুলওয়ামা হামলাটি ১৪ ফেব্রুয়ারী তে এ ঘটেছিল, জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে ভারতীয় নিরাপত্তা কর্মীদের বহনকারী একটি কনভয়ে জম্মু ও কাশ্মীরের পূর্ববর্তী রাজ্যের পুলওয়ামা জেলার লেথাপোরাতে একটি যানবাহিত আত্মঘাতী বোমা হামলাকারী দ্বারা আক্রমণ করা হয়েছিল।
হামলায় ভারতীয় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) ৪০ জন কর্মী নিহত হয়। মুহূর্তে মধ্যে ভালোবাসার দিনটি কালো দিনে পরিণত হয়।
ভারতবর্ষে এই দিনটি BLACK DAY (14th February) পালিত হচ্ছে। অপরাধী-আদিল আহমেদ দার-যে পুলওয়ামা জেলার স্থানীয় কাশ্মীরি যুবক, যে এই হামলার দায় স্বীকার করেছে। পাকিস্তান-ভিত্তিক ইসলামি সন্ত্রাসী গোষ্ঠী জইশ-ই-মোহাম্মদ। পুলওয়ামা হামলা জম্মু ও কাশ্মীরের সবচেয়ে মারাত্মক সন্ত্রাসী হামলা। জয়শ আত্মঘাতী বোমা হামলাকারী পুলওয়ামা জেলায় তাদের বাসে ১০০ কেজির বেশি বিস্ফোরক বহনকারী একটি গাড়িতে আঘাত করেছিল।
হামলায় অনেক গুরুতর আহতও হয়েছেন। পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে জঙ্গিহানায় থনমকে গিয়েছে আসমুদ্র হিমাচল। শোকের ছায়া গোটা দেশ জুড়ে। জঙ্গি হামলার কড়া নিন্দায় সকলেই। পাকিস্তানের সমালোচনায় গোটা দেশ। তৎকালীন প্রধানমন্ত্রী বলেন, “একজন সৈনিক এবং ভারতীয় হিসাবে, এই ধরণের কাপুরুষোচিত হামলায় আমার রক্ত গরম হয়ে যায়। দেশের বীর সৈনিক তাঁদের জীবন উৎসর্গ করলেন। আমি তাঁদের আত্মবলিদানকে স্যালুট জানাই, এবং প্রতিশ্রুতি দিচ্ছি, আমাদের সৈনিকদের প্রতিটি রক্তবিন্দুর শোধ নেওয়া হবে”।
যার বদলা হিসেবে ২৬ সে ফেব্রুয়ারি ২০১৯ তারিখে বালাকোট সার্জিক্যাল স্ট্রাইক এর মাধ্যমে পাকিস্তানকে মোক্ষম জবাব দেয়, যার ফলে কয়েকশো জঙ্গি ঘাঁটি, এবং বহু পাকিস্থানি সেনা সহ অগুনতি জঙ্গি নিকেশ করা ।
নিহত শহীদ দের নামের তালিকা:
১. জয়মাল সিং ২. নাসির আহমেদ ৩. সুখবিন্দর সিং ৪. রহিতেশ লম্বা ৫. বীরেন্দর সিং ৬. অভদেশ কুমার সিং ৭. নিতিন সিং রাঠোর ৮. রতন কুমার ঠাকুর ৯. সুরেন্দর যাদব ১০. সঞ্জয় কুমার সিং ১১. তিলক রাজ ১২. ভাগীরথ সিং ১৩. রাম ভাকিল ১৪. ধরম চন্দ্র ১৫. বেলকার থাকা ১৬. শ্যাম বাবু ১৭. অজিত কুমার আজাদ ১৮. প্রদীপ সিং ১৯. সঞ্জয় রাজপুত ২০. কৌশল কুমার রাওয়াত ২১. জিৎ রাম ২২. অমিত রাম ২৩. বিজয় কুমার মৌর্য ২৪. কুলিন্দর সিং ২৫. বিজয় সরেং ২৬. বসন্ত কুমার ভী ভী ২৭. গুরু এইচ ২৮. শুভম অনিরাং ২৯. অমর কুমার ৩০. অজয় কুমার ৩১. মনিন্দর সিং ৩২. রমেশ যাদব ৩৩. পারসানা কুমার সাউ ৩৪. হেম রাজ্য মীনা ৩৫. বাবলু সা৺তরা ৩৬. অশ্বিনী কুমার কচি ৩৭. পারদীপ কুমার ৩৮. সুধীর কুমার বানশাল ৩৯. রবীন্দ্র সিং ৪০. এম বাসুমাতারায়