সাহারায় টাকা বিনিয়োগ করেছেন? আটকে থাকা টাকা কিভাবে পাবেন? জানতে এখনই দেখুন বিস্তারিত
ভুবন মোহনকর, পশ্চিম মেদিনীপুর, ২৭/০৭/২০২৩: সাম্প্রতিক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছেন, সাহারা গ্রুপের সমবায়ে আটকে পড়া বিনিয়োগকারীদের কোটি কোটি টাকা ফেরত পেতে সাহারা রিফান্ড পোর্টাল(Sahara Refund Portal) চালু করা হয়েছে।
আপনি যদি বিনিয়োগকারী হন তাহলে এখনই জানুন, কিভাবে ফেরত পাবেন আপনারা টাকা? প্রথমে CRCS-Sahara Refund portal-এ নিজের নাম রেজিস্ট্রেশন করতে হবে। এবং রেজিস্ট্রেশন সম্মন্ন হতে এবং টাকা পাওয়ার জন্য বেশ কিছু ডকুমেন্টস প্রয়োজন।
▪️বিনিয়োগকারীর সদস্যপদ নম্বর,
▪️আমানত অ্যাকাউন্ট নম্বর
▪️আধারের সাথে সংযুক্ত মোবাইল নম্বর,
▪️ডিপোজিট সার্টিফিকেটের মতো নথি প্রয়োজন।
▪️ সাহারায় আটকে থাকা টাকা দাবি করতে হলে বিনিয়োগকারীর আধার বর্তমান মোবাইল নম্বরের সঙ্গে লিঙ্ক করতে হবে। এর পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করাও বাধ্যতামূলক
এটি ছাড়া কোনো বিনিয়োগকারী ক্লেম দাখিল করতে পারবে না।
আবেদন পদ্ধতি
আপনি এই পোর্টালে রেজিস্ট্রেশন করার পর লগইন করে তাদের এবং ভেরিফিকেশনের পরে ফেরত প্রক্রিয়া শুরু হবে। টাকা ফেরত দেওয়ার এই সম্পূর্ণ প্রক্রিয়াটি ৪৫ দিনের মধ্যে সম্পন্ন হবে। আবেদন করার পর, সাহারা ইন্ডিয়ার বিনিয়োগকারীদের নথি ৩০ দিনের মধ্যে সাহারা গ্রুপের কমিটি দ্বারা যাচাই করা হবে এবং সেই বিনিয়োগকারীদের অনলাইন ক্লেম করার ১৫ দিনের মধ্যে এসএমএসের মাধ্যমে জানানো হবে।
কত টাকা অব্দি ফেরত পাবেন?
প্রথম পর্যায়ে সবাইকে ১০,০০০ হাজার টাকা ফেরত পাবেন। সাহারার চারটি সমবায় সমিতির প্রায় ৪ কোটি বিনিয়োগকারী তাদের অর্থ ফেরত পেতে সক্ষম হবেন, যাদের ইনভেস্টমেন্টের মেয়াদ শেষ হয়েছে। সরকার ফেরত দেওয়ার জন্য ১০,০০০ টাকার ক্যাপ আরোপ করেছে।
অর্থাত্, প্রথম পর্যায়ে, যাদের বিনিয়োগ ১০,০০০ টাকা তাদের আমানতের পরিমাণ ফেরত দেওয়া হবে। অর্থাত্, যাদের ১০,০০০ টাকা পর্যন্ত বিনিয়োগ আছে এবং যাদের ১০,০০০ টাকার বেশি বিনিয়োগ রয়েছে তাদের ১০,০০০ টাকা দেওয়া হবে।