কলকাতাখবরজেলার খবরদেশরাজ্যলাইফস্টাইলস্বাস্থ্য

একলাফে কোভিড ভ্যাকসিনের দাম অর্ধেকের কম হলো! কেন্দ্রের সিদ্ধান্তে স্বস্তি পাবে আমজনতা

একলাফে কোভিড ভ্যাকসিনের দাম অর্ধেকের কম হলো! কেন্দ্রের সিদ্ধান্তে স্বস্তি পাবে আমজনতা

ভুবন মোহনকর: ০৯/০৪/২০২২: এক ধাক্কায় অনেকটা কমল করোনার ভ্যাকসিনের দাম। শনিবার কোভিশিল্ডের নতুন দামের কথা ঘোষণা করেন সেরাম ইনস্টিটিউটের প্রধান আদর পুনাওয়ালা। ঘোষিত হয় কোভ্যাক্সিনের পরিবর্তিত দামও।

দেশের প্রায়১৮৫ কোটি মানুষকে কোভিড টিকার ডোজ প্রদান করে ইতিমধ্যেই নজির গড়েছে ভারত ৷ তবে এখনও যে সকল মানুষ টিকাকরণের আওতায় আসেননি কিংবা টিকার একটি ডোজ যাদের বাকি রয়ে গিয়েছে তাদের জন্য বোধহয় এটাই সেরা সময় ৷ সরকারি স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে টিকা নেওয়ার অনীহা থাকলে কোনও সমস্যা নেই, বেসরকারি কেন্দ্রে টিকার ডোজ এবার অনেকটাই নাগালের মধ্যে ৷

১০ ই এপ্রিল দেশজুড়ে শুরু হচ্ছে আঠারোর্ধ্বদের বুস্টার ড্রাইভ ৷ ঠিক তার আগেরদিন কোভিশিল্ড টিকার প্রতি ডোজের দাম কমল অর্ধেকেরও বেশি ৷ পুনাওয়ালা মাইক্রোব্লগিং সাইট টুইটারে এদিন লেখেন, “কেন্দ্রীয় সরকারের সঙ্গে দীর্ঘ আলোচনা ফলপ্রসূ হয়েছে ৷ সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া অত্যন্ত খুশির সঙ্গে জানাচ্ছে যে বেসরকারি হাসপাতালগুলোতে ৬০০ টাকার পরিবর্তে কোভিশিল্ড টিকার ডোজ এখন থেকে মিলবে ২২৫ টাকায় ৷

অন্যদিকে কোভ্যাকসিনের টিকার ডোজ ১২০০ নয়, এখন থেকে পাওয়া যাবে কোভিশিল্ডের মতই ২২৫ টাকায়, যা ভারত বায়োটেক এর সহ প্রতিষ্ঠাতা সুচিত্রা ইলা ঘোষণা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.