অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তীকে সিবিআই তলব
নিজস্ব সংবাদদাতা : ভোট পরবর্তী হিংসা মামলা’-য় রাজারহাট-গোপালপুর কেন্দ্রের তৃণমূল বিধায়ক অদিতি মুন্সীর স্বামী তথা তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীকে তলব করল সি বি আই। মঙ্গলবার তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
২০২১ সালে বিধানসভা নির্বাচনের পর পরই প্রসেনজিৎ দাস নামে এক ব্যক্তিকে খুনের অভিযোগ করা হয়। বাড়ির বাইরে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছিল। প্রসেনজিৎ বিজেপি কর্মী ছিলেন বলে দাবি করা হয়েছে। এই ঘটনার তদন্তেই দেবরাজকে মঙ্গলবার জিজ্ঞাসাবাদ করা হয় বলে সূত্রের খবর।
একুশের নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই ‘ভোট পরবর্তী হিংসা’ ঘটছে, এই দাবি তুলে সরব হয়েছিল বিজেপি। তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড় রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। রাজ্য বিজেপি-র শীর্ষ নেতা দিলীপ ঘোষ সেই সময় দাবি করেছিলেন রাজ্যের বিভিন্ন জায়গায় হিংসার ঘটনা ঘটছে। পুলিশের তরফে এই হিংসা রুখতে কোনও পদক্ষেপ করা হচ্ছে না।
মঙ্গলবার সকাল ১১টা নাগাদ সিজিও কমপ্লেক্সে হাজিন হন দেবরাজ। সিবিআই দফতরে প্রবেশের আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দেবরাজ বলেন, “ভেতরে কী হবে তা তাঁরাই বলতে পারবেন। ২০২১ সালে একটি ঘটনা ঘটেছিল। তারই উপর ভিত্তি করে আমাকে ডাকা হয়েছে।” তদন্তকারীদের সহায়তা করবেন তিনি, জানান দেবরাজ।