খবরদেশবিনোদনরাজনীতিরাজ্যসেলিব্রিটি

আমরা বাঙালিরা হিন্দি বলি, তোমরা কেন বাংলা শিখবে না? , জাতীয় মঞ্চে প্রশ্ন শর্মিলা ঠাকুরের

আমরা বাঙালিরা হিন্দি বলি, তোমরা কেন বাংলা শিখবে না? , জাতীয় মঞ্চে প্রশ্ন শর্মিলা ঠাকুরের

 

নিজস্ব সংবাদদাতা: বলিউডে বাঙালিদের মুখ উজ্জ্বল করেছেন যে নায়িকারা তাদের মধ‍্যে অন্যতম শর্মিলা ঠাকুর। তিনি এখন পতৌদি পরিবারের বেগম হলেও আদতে তিনি মনেপ্রাণে বাঙালি। ঠাকুর পরিবারের মেয়ে বাংলা চলচ্চিত্র জগতে একের পর এক মাইলফলক তৈরি করে বলিউডের উদ্দেশে পাড়ি দেন। সেখানেও উজ্জ্বল কেরিয়ার গড়েছেন শর্মিলা। তবে তার মধ্যে থেকে বাঙালিসত্বাটা এখনও হারিয়ে যায়নি।

 

তার প্রমাণ পাওয়া গেলো এক সর্বভারতীয় রিয়েলিটি শোয়ের মঞ্চে। হিন্দি চ্যানেলে বসে ঝরঝরে বাংলা বললেন বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর। শুধু তাই নয়, বাংলায় কথা বলতে সঞ্চালক আদিত্য নারায়ণকে অনুপ্রাণিত করলেন বাংলার মেয়ে। গত রবিবার সোনি টিভির ইন্ডিয়ান আইডলের মঞ্চে হাজির হয়েছিলেন এভারগ্রিন শর্মিলা ঠাকুর। টুকটুকে লাল শাড়িতে এদিন ধরা দিলেন এই বঙ্গ সুন্দরী। তাঁর সাজপোশাকে যেমন ধরা দিল বাঙালিয়ানা তেমনই গড়গড় করে বাংলায় কথাও বললেন পতৌদির বেগম।

 

ইন্ডিয়ান আইডলে’ এবার বাঙালিদের ভিড়। সেই শোয়েরই এক প্রতিযোগি সোনাক্ষি, যিনি আদতে কলকাতার মেয়ে, তিনি শর্মিলা ঠাকুরের সাথে বাংলায় কথা বলেন। শর্মিলা ও সোনাক্ষির কথোপকথন শুনে মাঝখান থেকে সঞ্চালক আদিত্য ভুল বাংলায় বলেন, আমাকে বুঝতে পারি না। তৎক্ষণাৎ সেই ভুল শুধরে দেন শর্মিলা। বলেন, আমি বুঝতে পারি না..। এরপরই প্রবীণ নায়িকার প্রশ্ন, “আমরা বাঙালি হয়ে হিন্দিতে কথা বলি। তোমরা বাংলা শিখবে না কেন?”

 

এদিকে হিন্দি রিয়্যালিটি শোয়ের মঞ্চে শর্মিলার এমন মন্তব্যকে বাহবা জানিয়েছে বাংলার একাংশ। ‘ইন্ডিয়ান আইডল’-এর এই বিশেষ পর্বে বাঙালি প্রতিযোগীদের সঙ্গে এদিন মূলত বাংলাতেই কথা বলতে শোনা গিয়েছে শর্মিলা ঠাকুরকে। যা দেখে মুগ্ধ বাংলার দর্শকরা। ফলে ইতিমধ্যেই ওই ভাইরাল রিয়্যালিটি শোয়ের ক্লিপিংস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.