কলকাতাখবররাজনীতি

Abhishek Banerjee: কালীপূজায় দেশে ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সফল চোখের জটিল অস্ত্রোপচার

Abhishek Banerjee returns home on Kalipuja, after successful complex eye surgery

কালীপূজায় দেশে ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সফল চোখের জটিল অস্ত্রোপচার

 

নিজস্ব সংবাদদাতা : চোখের চিকিৎসার জন্য প্রায় তিন সপ্তাহ মার্কিন মুলুকে কাটিয়ে অবশেষে বাড়ি ফিরলেন তিনি। কালীপুজোর দিন কলকাতায় বাড়িতে ফিরলেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। চোখের জটিল অস্ত্রোপচার করার জন্য আমেরিকা গিয়েছিলেন তিনি। সেখানে সফল হয়েছে অস্ত্রোপচার।

 

সোমবার সকালেই কলকাতা বিমানবন্দরে নামলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এদিন সকাল আটটা নাগাদ বিমান বন্দর থেকে বার হন অভিষেক। তাঁর চোখে ছিল ঘষা কাচের চশমা। চোখের চিকিৎসার জন্য প্রায় তিন সপ্তাহ মার্কিন মুলুকে ছিলেন অভিষেক।

গত ১২ অক্টোবর আমেরিকার জন হপকিন্স হাসপাতালে চোখের অস্ত্রোপচার হয়েছিল ডায়মন্ড হারবারের সাংসদের। টুইটারে অভিষেকের অস্ত্রোপচারের পরের ছবিও দিয়েছিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ।

 

সিঙ্গুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে একটি দুধের গাড়িতে আচমকা ধাক্কা মেরে উল্টে যায় তৃণমূল কংগ্রেসের সাংসদের গাড়ি। সাংসদের বাঁ–চোখের নীচে ‘অরবিটাল বোন’ ভেঙে যায়। চিকিৎসার কারণে তাঁকে একাধিকবার দুবাই গিয়েছিলেন। আগেও একাধিক বার চোখে চোট পেয়েছেন তিনি।

কালীপুজোতে বাড়ি ফিরলেও, আপাতত বেশ কিছু নিয়ম তাকে মেনে চলতে হবে। সামনেই পঞ্চায়েত নির্বাচনের প্রচারে বেরিয়ে পড়তে হবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে৷ তার আগে চোখের সমস্যা পুরোপুরি কাটিয়ে ওঠাই লক্ষ্য তৃণমূল সাংসদের৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.