সুব্রত বক্সি কি রাজ্য সভাপতির পদ থেকে সরে দাঁড়াচ্ছেন?
গত বেশ কয়েক দিন ধরেই তৃণমূল কংগ্রেসের প্রবীণ বনাম নবীনের দ্বন্দ্ব চূড়ান্ত পর্যয়ে ওঠে ১জানুয়ারি। ওই সমস্যা শুরু হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Avishek Banerjee) নির্বাচনে দাঁড়ানো নিয়ে সুব্রত বক্সির একটি কথা থেকে। তারপরে চলতে থাকে সেই বাক যুদ্ধ।
এবার এই আবহে আজ, মঙ্গলবার দলের অন্দরের ক্ষোভ মেটাতে স্বয়ং রাজ্য সভাপতি সুব্রত বক্সি ডেকে পাঠালেন বিক্ষুব্ধদের। আর তাঁদের নিয়ে তৃণমূল ভবনে বৈঠক হবে বলে সূত্রের খবর। আজ তৃণমূল ভবনে ডাক পড়েছে জেলা নেতৃত্বের। মেদিনীপুর শহরের তৃণমূল কংগ্রেসের সভাপতি–সহ বিক্ষুব্ধ কাউন্সিলরদেরও ডাকা হয়েছে তৃণমূল ভবনে বলে জানা যাচ্ছে।
এদিকে মেদিনীপুর পুরসভায় তৃণমূল কংগ্রেসেরই পুরপ্রধানের বিরুদ্ধে আন্দোলনে বসেন দলের ১০ জন কাউন্সিলর। সমস্ত কাউন্সিলরদের নিয়ে বিক্ষোভ অবস্থানে বসেছেন তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি বিশ্বনাথ পাণ্ডব(Biswnath Pandab )। তার মধ্যেই দলের অন্দরে নবীন–প্রবীণ দ্বন্দ্ব দেখা দিয়েছে। এই আবহে এমন বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ। কারণ ১৯৯৮ সালের ১ জানুয়ারি তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেস।
সেদিন থেকে আজ পর্যন্ত একটানা ঘাসফুলের রাজ্য সভাপতি পদে আছেন সুব্রত বক্সি(Subrata Bakhshi )। ফলে এবার সুব্রত বক্সির সরে যাওয়ার সময় এসেছে বলেই অনেকে মনে করছেন। কুনাল ঘোষ(Kunal Ghosh )এক আলোচনায় বলেন, বক্সিদার রাশ আর দলের উপর নেই। সূত্রের খবর এই পরিবেশ থেকে আজ সুব্রত বক্সি মুক্তি পেতে চলেছেন।