কলকাতাখবররাজনীতি

আর কতদিন কালিঘাটের কাকু SSKM এর বেড আগলে থাকবে? – আদালতে গেলো বিজেপি

আর কতদিন কালিঘাটের কাকু SSKM এর বেড আগলে থাকবে? – আদালতে গেলো বিজেপি

 

এটা অনেক দিনের অভিযোগ যে শাসক দলের নেতা মন্ত্রীদের বিশ্রামাগারে পরিনত হয়েছে SSKM হসপিটাল। এবার কালীঘাটের কাকুকে নিয়ে অভিযোগ বিজেপির। গত কয়েক মাস ধরে টানা এসএসকেএম হাসপাতালে ভর্তি কালীঘাটের কাকু। নিয়োগ কেলেঙ্কারিতে তাঁকে গ্রেফতার করেছে ইডি(ED)। একটি অডিয়ো ইতিমধ্যেই ইডির হাতে এসেছে। অডিয়োর কণ্ঠ সুজয়কৃষ্ণ ভদ্রের(Sujay Krishn Vadra)কি না তা জানতে চায় ইডি। কিন্তু কোনওভাবেই তা আর হয়ে উঠছে না।

 

ইডির দাবি, যখনই কাকুর কণ্ঠের নমুনা পরীক্ষার পরিস্থিতি তৈরি হচ্ছে, হয় এসএসকেএম থেকে কোনও জটিলতা তৈরি হচ্ছে কিংবা কাকু নিজে অসুস্থ হয়ে পড়ছেন। বিষয়টি আদালতেও জানিয়েছে তারা। বিজেপির বক্তব্য রাজনৈতিক প্রভাবের কারণে কালীঘাটের কাকুর কন্ঠস্বর নিতে পারছে না ইডি।

 

মঙ্গলবার বিজেপির(BJP)পক্ষ থেকে আদালতে বলা হয় যে এতদিন ধরে তিনি ঠিক কোন অসুখে ভুগছেন, তা জানতে চান সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষরা। ইতিমধ্যেই কাকুর স্বরবদলের চেষ্টার একটা অভিযোগও এসেছে বিরোধী শিবিরগুলির তরফে। আগেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার(Sukanta Majumdar )বলেছিলেন, কালীঘাটের কাকুর ভোকাল কর্ডে একটা অস্ত্রোপচার হয়েছে বলে শুনছি। গলার স্বর বদলের চেষ্টা চলছে। তাই এসএসকেএমে রাখা হয়েছে তাঁকে।

সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমও(Md. Selim) বলেছিলেন, “এসএসকেএম হাসপাতালে বিশেষ ব্যবস্থায় চিকিৎসার নাম করে তাঁর গলার স্বর পাল্টানো হচ্ছে।” তারা বলে, ‘অসুস্থতা বানানো গল্প। উনি সুস্থ আছেন।’

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.