কলকাতাখবররাজনীতিরাজ্য

বগটুই নিয়ে রাজ্যপালের তলব মুখ্যমন্ত্রীকে! “সময় বের করে তাড়াতাড়ি আসুন” ধমক রাজ্যপালের

বগটুই নিয়ে রাজ্যপালের তলব মুখ্যমন্ত্রীকে! “সময় বের করে তাড়াতাড়ি আসুন” ধমক রাজ্যপালের

বিশেষ সংবাদদাতা: ২৯/০৩/২০২২: রামপুরহাট কাণ্ড সহ রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে মুখ্যমন্ত্রীকে তলব করলেন রাজ্যপাল। রাজভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে ডেকেছেন রাজ্যপাল জগদীপ ধনকর। তিনি এই সপ্তাহের মধ্যে সময় বের করে মুখ্যমন্ত্রীকে রাজভবনে আসতে বলেছেন।

 

মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে রাজ্যপাল লিখেছেন, “রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে। রামপুরহাট বিধানসভার উদ্বেগজনক ঘটনাক্রম নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা দরকার।” রামপুরহাট কাণ্ডে সিবিআই তদন্তে গাফিলতি বা তদন্ত উদ্দেশ্যপ্রণোদিত হলে রাস্তায় নেমে প্রতিবাদের হুঁশিয়ারি দিয়েছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সেই প্রসঙ্গে রাজ্যপালের বক্তব্য, “আদালতের নির্দেশে এবং নজরদারিতে যে তদন্ত চলছে, তার পালটা যদি কোনও পদক্ষেপ করতে হয়, তাহলে সেটা করতে হবে আইনি পথেই। কোনওভাবেই রাস্তায় নেমে নয়।” রাজ্যপাল তা নিয়েও উদ্বেগপ্রকাশ করেছেন তিনি। উল্লেখ্য, এই প্রসঙ্গে তীব্র প্রতিক্রিয়া করে তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বলেন, “রাজ্যপাল বিজেপির প্রতিনিধির ভূমিকা পালন করছেন।

অন্যান্য রাজ্যগুলির তুলনায় বাংলার আইনশৃঙ্খলা যথেষ্ট ভাল। যে দু-একটি কুৎসিত ঘটনা ঘটছে, তার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করেছেন। কিন্তু বিজেপি রাজ্যের মানুষের কাছে প্রত্যাখ্যাত হয়ে পিছনের দরজা দিয়ে মাথা গলানোর চেষ্টা করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.