খবরজেলার খবররাজনীতিরাজ্য

Caste Certificate: বাড়িতে বসেই মিলবে কাস্ট সার্টিফিকেট, জেনে নিন কি এই পরিষেবা

Get cast certificate at home, know what this service is

বাড়িতে বসেই মিলবে কাস্ট সার্টিফিকেট, জেনে নিন কি এই পরিষেবা

 

নিজস্ব সংবাদদাতা: কাস্ট সার্টিফিকেট জোগাড় করার জন্য সরকারি দপ্তরের হন্যে দিয়ে ঘোরার দিন শেষ। অনলাইনেই পাওয়া যাবে জাতিগত শংসাপত্র। অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতর সূত্রে খবর, ১ নভেম্বর থেকেই অনলাইনে কাস্ট সার্টিফিকেট পাওয়া যাবে। অনলাইনেই তা ডাউনলোড করে নেওয়া সম্ভব হবে। অর্থাৎ হাতে সার্টিফিকেটের ‘হার্ড কপি’ আর দেওয়া হবে না। অনলাইন সাইট থেকেই ডাউনলোড করা যাবে সার্টিফিকেট।

 

পয়লা নভেম্বর থেকে শুরু হবে এই পরিষেবা। অনলাইনেই ডাউনলোড করে নেওয়া যাবে। তবে উপযুক্ত নথি থাকা আবশ্যক। দফতর সূত্রে খবর, জাতিগত শংসাপত্রের জন্য যারা যোগ্য এবং সেই বিষয় যথেষ্ট প্রমাণ তাদের কাছে আছে তাদের কাজকে সহজ করার জন্য এই উদ্যোগ। পাশাপাশি কোন কারনে যদি এই সার্টিফিকেট হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে পুনরায় তা অনলাইন থেকে ডাউনলোড করা যাবে।

 

অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের আধিকারিকরা জানাচ্ছেন, ” ১ নভেম্বর থেকে এই পরিষেবা চালু হওয়ার ফলে অনলাইনেই পাওয়া যাবে কাস্ট সার্টিফিকেট। অর্থাৎ অল্প সময়ের মধ্যেই আবেদনকারী সঠিক তথ্য এবং প্রয়োজনীয় নথি জমা দেওয়ার ভিত্তিতে সার্টিফিকেট পাবে।” দ্বিতীয়ত, আধিকারিকদের অতিরিক্ত ঝক্কি কমতে পারে। তৃতীয়ত, কোনও কারণবশত তা হারিয়ে গেলে ফের বা নষ্ট হয়ে গেলে যে কোনও সময় তা অনলাইন থেকে ডাউনলোড করা সম্ভব হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.