কংগ্রেস সভাপতি নির্বাচনের ফল ঘোষণার দিন আজ, মল্লিকার্জুন খাড়গে নাকি শশী থারুর, কে হতে চলেছেন কংগ্রেসের পরবর্তী সভাপতি?
নিজস্ব সংবাদদাতা : কিছুক্ষণের মধ্যেই ফলাফল সামনে আসতে চলেছে।গত ১৭ই আগস্ট হয় নির্বাচনী প্রক্রিয়া। মল্লিকার্জুন না খাগরে কে বসবে সোনিয়া গান্ধীর কুর্শিতে আনতে অধীর আগ্রহে অপেক্ষা করছে গোটা দেশ। দীর্ঘ ২৪ বছর পর কে হবেন অ-গান্ধী কংগ্রেস প্রেসিডেন্ট? আর কিছুক্ষণের মধ্যেই জানা যাবে ফলাফল। বুধবারই নতুন প্রেসিডেন্ট পেতে চলেছে হাত শিবির। ২০১৯ সালে রাহুল গান্ধী ইস্তফা দেওয়ার পর থেকেই অন্তর্বর্তীকালীন সভানেত্রী হিসেবে দায়িত্ব সামলেছেন সোনিয়া গান্ধী।২০১৯ সালে রাহুল গান্ধী ইস্তফা দেওয়ার পর সোনিয়া গান্ধী সেই পদ সামলাচ্ছেন। খাড়গে এবং থারুর দু’জনেই নিজেদের জয় নিয়ে বেশ আত্মবিশ্বাসী। বুধবার সকাল থেকে ভোট গণনা নিয়ে প্রস্তুতি তুঙ্গে। মঙ্গলবারই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যালট বক্স এসে পৌঁছে গিয়েছে দিল্লিতে।
কংগ্রেসের সদর দফতরে দলের সভাপতি নির্বাচনের ভোট গণনা শুরু হয়ে গিয়েছে। দুপুর তিনটে বা বিকেল চারটের মধ্যে ফল প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে। কবে দায়িত্ব নেবেন নতুন সভাপতি? কংগ্রেস স্পষ্ট করেনি। তবে বিদায়ী সভাপতি সনিয়া গান্ধী ভোট দিতে এসে ইঙ্গিত দেন দ্রুতই নতুন সভাপতির হাতে দলের ব্যাটন তুলে দেবেন তিনি।
সভাপতি নির্বাচনে মুখোমুখি হয়েছিলেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা মল্লিকার্জুন খাড়গে এবং তিরবন্তপুরমের সাংসদ শশী থারুর। কংগ্রেস সভাপতি নির্বাচনে ৯৮৫০ জন প্রতিনিধি প্রদেশ কংগ্রেস কমিটির পক্ষ থেকে ভোট দিয়েছেন দেশজুড়ে। যা বৈধ ভোটারদের প্রায় ৯৬% । এখন অপেক্ষা সোনিয়া গান্ধীর নেমপ্লেট সরিয়ে কার নেমপ্লেট বসবে জাতীয় কংগ্রেসের সদর দফতরে।