হঠাৎ দিদির সঙ্গে দাদার জরুরী বৈঠক! কিন্তু কেনো বৈঠক তা নিয়ে জল্পনা সব মহলেই
ভুবন মোহনকর: ২৯/০৪/২০২২: নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন বিসিসিআই সভাপতি তথা কলকাতার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেলে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন সৌরভ। এই সাক্ষাৎ ঘিরেই অনেক জল্পনা হলেও পরে সব জল্পনাতেই জল ঢালা গেলো। অনেকেই ভেবেছিলেন আইপিএল প্লে অফ নিয়েই আলোচনা হবে সেখানে। তবে না, ক্রিকেট স্টেডিয়াম তৈরির ব্যাপারেই সেই বৈঠকে সৌরভের সঙ্গে আলোচনা করলেন মুখ্যমন্ত্রী।
নবান্ন সূত্রের খবর, রাজ্যে বিশ্বমানের ক্রিকেট স্টেডিয়াম তৈরির যে প্রস্তাব বিসিসিআই দিয়েছে, তার জন্য রাজ্য সরকারকে বিকল্প জমি খুঁজে দেওয়ার অনুরোধ করেন বিসিসিআই প্রেসিডেন্ট। যদিও বৈঠক শেষে মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলনে বলেন,”সৌরভ আমার কাছে কোনও কাজের জন্য আসেনি।
খেল নগরীতে সিএবি-কে ডুমুড়জলায় যে জমি দেওয়া হয়েছে, সেই জমিতে জলাভূমি আছে। সৌরভ সেটাই জানিয়ে গেল। অনেকদিন পরে আমরা কিছুক্ষণ গল্প করলাম। উল্লেখ্য, সৌরভ গাঙ্গুলি এও জানান আবার ইডেনে বসতে চলছে আইপিএল আসর , সঙ্গে কোভিড ফের চোখরাঙাতে শুরু করেছে।
বিসিসিআই-এর তরফে জানানো হয়েছিল যে এই দু’টি ম্যাচেই ১০০ শতাংশ দর্শক রাখা যাবে। কিন্তু গত কয়েক দিনে দেশজুড়ে কোভিডের দাপট ফের বাড়তে শুরু করেছে। শোনা যাচ্ছে সেই বিষয়ে বিসিসিআই প্রধান এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর মধ্যে আলোচনা হয়েছে।