আবারও বাঙালি কন্যার জল-জয়! মালকাই চ্যানেল জয় করে রেকর্ড করলেন সায়নী দাস
ভুবন মোহনকর: ২৯/০৪/২০২২: ভারতের মধ্যে প্রথম মহিলা সাঁতারু হিসাবে মার্কিন মুলুকের মালকাই চ্যানেল জয় করলেন বাংলার কন্যা সায়নী দাস। আরও একটি নতুন রেকর্ড গড়ে ইতিহাসের পাতায় জায়গা করে নিলেন কালনা শহরের বারুইপাড়ার মেয়ে।
এপ্রিল মাসের প্রথম দু’সপ্তাহের মধ্যে মালকাইয়ের জলে নামার কথা থাকলেও খারাপ আবহাওয়ার কারণে নামতে পারেননি তিনি। এই বিষয়ে সায়নীর কোচ তথা বাবা রাধেশ্যাম দাস জানিয়েছেন, সেই সময় হাওয়ার গতিবেগ প্রতি ঘণ্টায় ৩৫-৪৫ কিমি রয়েছে। যা মালকাইয়ের জলে নামার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ। প্রতি ঘণ্টায় ২০-২৮ কিমির মধ্যে হলে জলে নামাটা সম্ভব হবে। এছাড়াও ঢেউ ছিল দু’মিটারের উপরে। রয়েছে কারেন্টও। যা অন্যান্য সময়ের তুলনায় অনেক বেশী। তাই সায়নীর পাইলট জানিয়েছিলেন ভাল আবহাওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে। সেই সময়ই জানানো হয়েছিল ২৬-২৮ শে এপ্রিল আবহাওয়া ভাল হলে জলে নামতে পারেন সায়নী। সেই মতোই জলে নামেন সায়নী। আর তারপরেই সেই ঐতিহাসিক জয়।
এর আগে ২০১৭ সালে ইংলিশ চ্যানেলে নামার আগে সায়নী এই ধরনের প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন। এ বারও ফের একই ঘটনার পুনরাবৃত্তি। যদিও কোনওভাবেই হার মানতে নারাজ ইংলিশ, রটনেষ্ট ও ক্যাটলিনা চ্যানেল জয়ী সায়নী। তার এই জয় বাংলা, বাঙালি সহ গোটা ভারতবর্ষের।