কলকাতাখবররাজনীতিরাজ্য

Dilip Ghosh : এনসিসির অনুদান বন্ধ প্রসঙ্গে রাজ্যকে বিঁধলেন দিলীপ

এনসিসির অনুদান বন্ধ প্রসঙ্গে রাজ্যকে বিঁধলেন দিলীপ

 

নিজস্ব সংবাদদাতা: রাজ্যের অনুদান বন্ধ। বাংলায় চরম সমস্যায় এনসিসি। ইতিমধ্যেই ন্যাশনাল ক্যাডেট কর্পস (NCC)-এর দায়িত্বে থাকা কম্যান্ডিং অফিসার চিঠি করেছেন ডিজি এনসিসিকে। এবার এই ইস্যুতে সরব বিরোধীরা। মুখ খুললেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।

 

এনসিসি ফান্ড বন্ধ নিয়ে রাজ্যকে তুলোধনা বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের। ”এনসিসি করলে কেউ মাটি মানুষের ঝাণ্ডা ধরবে না, জয় বাংলা বলবে না, তাই বোধ হয় ফান্ড বন্ধ করে দিচ্ছে।” বৃহস্পতিবার প্রাতঃভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য দিলীপ ঘোষের।

 

রাজ্যের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ ওঠায় শাসকদলকে আক্রমণ করে সুর চড়িয়েছে বিরোধীরা। বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, ”দেশের স্বার্থেই আমাদের যুবক-যুবতীদের প্রশিক্ষণ হওয়া উচিত। স্কুল লেভেল থেকে এই প্রশিক্ষণ হয়। সারা দেশে এটা চলছে। সেনার লোকজন এসে প্রশিক্ষণ দেন। বহু ছেলে-মেয়ে উপকৃত হয়। কিন্তু পশ্চিমবাংলার সরকার মনে করে তাদের পার্টির নেতাদের মতো সবাই চোর, দুশ্চরিত্র ও ইনডিসিপ্লিনড হোক। এনসিসি করলে কেউ মা-মাটি-মানুষের ঝাণ্ডা ধরবে না, জয় বাংলা বলবে না। তাই বোধ হয় ফান্ড বন্ধ করে দিচ্ছে।”

 

মূলত এনসিসি-তে কেন্দ্রীয় সরকারের তরফে অনুদান দেওয়া হয়েছে। রাজ্যের তরফেও কিছু শতাংশ অনুদান দেওয়া হয়। সেই অনুদানই বন্ধ। গত মার্চ-এপ্রিল মাসে মাত্র ৮০ লক্ষ টাকা দেওয়া হয়েছে রাজ্যের তরফে। ফলে এনসিসি ক্যাডাররা চরম সমস্যায় পড়েছেন। যেখানে এনসিসি-র ফান্ডে বছরে পাঁচ কোটি টাকার অনুদান দেওয়ার কথা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.