বিজেপির ডাকা বনধ এ জায়গায় জায়গায় অশান্তি!
বিশেষ সংবাদদাতা : ২৮/০২/২০২২ পৌরভোটের সন্ত্রাস ও হিংসার অভিযোগ তুলে আজ রাজ্যে বিজেপির ডাকে ১২ ঘন্টার ধর্মঘট। সকাল থেকে এখনও পাওয়া খবর আমরা সেই তুলে ধরছি। ধর্মঘটের সমর্থনে ডায়মন্ডহারবারে ১৭৭নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন বিজেপি সমর্থকরা ।
অবরোধের জেরে বেশ কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায় যান চলাচাল । পুলিশ এসে ধর্মঘটীদের সরালে জাতীয় সড়কে যান চলাচল সচল হয়। চুঁচুড়া পিপুলপাতি মোড়ের ৩নং নম্বর গেটে অবরোধ করে বিজেপি ৷ ধর্মঘটীরা স্থানীয় দোকানগুলি জোর করে বন্ধ করে দেয় বলেও অভিযোগ উঠেছে ৷ পরবর্তী সময়ে পুলিশ সেখানে গিয়ে বিজেপির নেতা-কর্মীদের আটকায় ৷ আসানসোল গির্জা মোড়ের সামনে জিটি রোড অবরোধ করেন বিজেপি কর্মী-সমর্থকরা । বিজেপি নেতা বাপ্পা চট্টোপাধ্যায়ের নেতৃত্বে শুরু হয় অবরোধ ।
অবরোধের জেরে জিটি রোডে যান চলাচল স্তব্ধ হয়ে যায় । খবর পেয়ে ঘটনাস্থলে আসে আসানসোল দক্ষিণ থানার পুলিশ । পুলিশ সমর্থকদের রাস্তা ছেড়ে সরে যেতে অনুরোধ করলে, বিজেপি সমর্থকরা রাস্তার উপরেই শুয়ে পড়েন । এরপর পুলিশ তাঁদের জোর করে দিতে বাধ্য় হয় । প্রাক্তন কাউন্সিলর ভৃগু ঠাকুর-সহ অনান্যদের চ্যাংদোলা করে পুলিশ গাড়িতে তোলা হয় ।
পুলিশ সূত্রে খবর, এই অবরোধের ঘটনায় প্রায় ৩০ জন বিজেপি কর্মী-সমর্থককে গ্রেফতার করা হয়েছে । খিদিরপুর মোড়েও বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা। প্রথমে দলের পতাকা হাতে নিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী-সমর্থকরা। রাস্তা আটকে চলে বিক্ষোভ। যার জেরে সৃষ্টি হয় জানজটের। পরিস্থিতি মোকাবিলার জন্য আগগে থেকেই মোতায়েন করা হয়েছিল পুলিস।
জায়গায় জায়গায় বিক্ষোভ, পুলিশের সঙ্গে খন্ড যুদ্ধ। সব মিলিয়ে বনধ কি সফল? চোখ রাখুন আমাদের পরবর্তী আপডেটে!