শান্তিপূর্ণভাবে ভোট হল ঘাটালের পাঁচটি পৌর সভায়
শ্যামসুন্দর দোলই ও শ্রীকান্ত কদম : ঘাটাল: সারা বাংলায় ২৭-এ ফেব্রুয়ারি, রবিবার ১০৮টি পৌরসভার নির্বাচন সম্পন্ন হলো । এই সাথে ঘাটালের পাঁচটি পৌরসভায় ভোট হল শান্তিপূর্ণভাবে ।
তবে রামজীবনপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে প্রায় এক ঘণ্টার জন্য ভোট স্থগিত হয়েছিল যান্ত্রিক গোলযোগে । কিন্তু প্রশাসনিক তৎপরতায় পুনরায় নির্বিঘ্নে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে । আবার ঘাটাল পৌরসভার ১৩ নং ওয়ার্ডের বিজেপি নেতৃত্ব সুমন মন্ডল শেষ বেলায় ২নম্বর ওয়ার্ডে এসে তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে টোন-টিটকিরি করেছেন বলে এই ওয়ার্ডের তৃণমূল সভাপতি উদয় সিংহ রায় অভিযোগ করেছেন । তবে বিজেপি নেতৃত্ব তা অস্বীকার করেছেন ।
যাই হোক এতে বিকেল পাঁচটা নাগাদ সাময়িক উত্তেজনা সৃষ্টি হয় । কিন্তু পুলিশ প্রশাসনের তৎপরতায় তা স্তিমিত হয়েছে । সামগ্রিক ভাবে এই ঘাটাল ,খড়ার, ক্ষীরপাই , চন্দ্রকোনা ও রামজীবনপুর –
— এই পাঁচটি পৌরসভার ভোট শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে তা জানতে চোখ রাখুন সবার প্রিয় কিউরিওসিটি সংবাদ বার্তার পর্দায় । শুনে নিন ভোটদাতা ও ভোট প্রার্থীদের বক্তব্য —-