পদ্ম ছেড়ে জোড়া ফুলে যোগদান জয়প্রকাশ মজুমদার! উপস্থিত ছিলেন মমতা
রাকেশ দাস: ০৮:০৩:২০২২: বেশ কিছুদিন ধরেই বিজেপির সঙ্গে দূরত্ব বাড়ছিল জয়প্রকাশ মজুমদারের। প্রকাশ্যে দলবিরোধী মন্তব্য করছিলেন তিনি। যার জেরে শোকজের মুখে পড়তে হয় জয়প্রকাশকে। দলের সিদ্ধান্তে অবশেষে তাঁকে সাময়িক বরখাস্তও করে বিজেপি।যার জেরে দলের বিরুদ্ধে ক্ষোভ বাড়তে থাকে জয়প্রকাশের।
তারপর আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এবং সহ-সভাপতির পদ পান। আজ তৃণমূলে যোগ দিয়েই জয়প্রকাশ মজুমদার প্রতিক্রিয়ায় জানিয়েছেন যে, তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে ভালো লাগছে তাঁর। এদিকে বিজেপির নেত্রী লকেট জানান “আগেও দল ছেড়ে অনেক নেতা চলে গিয়েছেন। অনেক দিন ধরেই দলের মধ্যে অভ্যন্তরীণ কিছু সমস্যা আমরা দেখতে পাচ্ছি। যাতে এই পরিস্থিতির শিকার হয়ে দল ছেড়ে কেউ চলে না যান, তার জন্য তাঁদের সঙ্গে কথা বলা উচিত। দলের এই ভাঙন রোখা উচিত। সবাইকেই রোখা উচিত।
আমাদের এখন সেই কাজটাই করতে হবে। কথা বলার পরেও যদি কেউ চলে যান, সেটা তাঁর ব্যক্তিগত বিষয়।’’ লকেট আরও জানিয়েছেন, তাঁরা সকলেই জয়প্রকাশকে দল ছেড়ে তৃণমূলে যেতে নিষেধ করেছিলেন। কিন্তু জয়প্রকাশ তা শোনেননি”।