খবরদেশবিদেশরাজনীতি

PM Modi to Sunak : ব্রিটেনের নবনিযুক্ত প্রধানমন্ত্রীকে ফোন মোদির, আলোচনার কেন্দ্রে মুক্ত বাণিজ্য চুক্তি

Modi's phone call to Britain's newly appointed Prime Minister, free trade agreement at the center of the discussion

ব্রিটেনের নবনিযুক্ত প্রধানমন্ত্রীকে ফোন মোদির, আলোচনার কেন্দ্রে মুক্ত বাণিজ্য চুক্তি

 

নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রী ঋষি সুনকের সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শীঘ্রই ভারত ও যুক্তরাজ্যের মধ্যে একটি সুষম মুক্ত-বাণিজ্য চুক্তি স্বাক্ষর করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়েছে দুই প্রধানমন্ত্রীর মধ্যে।

 

টুইটারে নরেন্দ্র মোদী লিখেছেন, আজ ঋষি সুনাকের সঙ্গে কথা বলে ভালো লাগলো। ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার জন্য তাকে অভিনন্দন জানালাম। আমাদের কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার করার জন্য আমরা একসঙ্গে কাজ করবো। বিস্তীর্ণ এবং সুষম মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়টির যাতে দ্রুত নিষ্পত্তি হয়, সেই বিষয়েও আমরা একমত। পরে মোদিকে ধন্যবাদ জানিয়ে টুইট করেন সুনাকও। সেই সঙ্গে তিনিও জানিয়ে দেন, আগামী দিনে দুই মহান গণতন্ত্র একসঙ্গে কাজ করবার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।

 

ভারতের সঙ্গে ব্রিটেনের মুক্ত বাণিজ্যিক চুক্তি সম্পন্ন হওয়ার কথা ছিল দীপাবলির আগে। তবে ব্রিটেনের অস্থির রাজনৈতিক পরিস্থিতি এবং অর্থনৈতিক সংকটের মাঝে এই চুক্তি সম্পন্ন হয়নি। কিন্তু এদিনের কথোপকথনের পর তা দ্রুত সম্পন্ন হওয়ার সম্ভাবনাই বাড়ল।

 

প্রসঙ্গত, ঋষি সুনাকের শিকড় রয়েছে পঞ্জাবে। আগাগোড়া ইউকেতে বড় হয়ে ওঠা ঋষি কনসারভেটিভ পার্টির নেতা ঋষি বর্তমানে ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছেন। তাঁর আগে, সেই পদে ভোটাভুটিতে জিতে আসীন ছিলেন লিজ ট্রাস।

তবে নিজের দলের প্রতিনিধিদের কাছেই আস্থা হারিয়ে পদ থেকে ইস্তফা দেন লিজ। এদিকে, তার আগে ভোটাভুটিতে ঋষি সুনাকই একমাত্র ছিলেন লিজ ট্রাসের নিকটতম প্রতিদ্বন্দ্বী। ফলত লিজের ইস্তফার পর ঋষি হলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.