‘স্কচ’ পুরস্কার পেল মমতার সাধের প্রকল্প লক্ষ্মীর ভান্ডার, টুইটে জানালেন খোদ মুখ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা: আবার স্কচ অ্যাওয়ার্ডে ভূষিত হলো মুখ্যমন্ত্রীর নতুন প্রকল্প লক্ষ্মী ভান্ডার। ট্যুইট করে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। নারী ও শিশুকল্যাণ বিভাগে ‘স্কচ’ পুরস্কার পেল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্প।
গতকাল রাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে জানান, নারী ও শিশুকল্যাণ বিভাগে ‘স্কচ’ পুরস্কার পেয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই বিষয়ে টুইট করে মমতা লেখেন, ‘আমি গর্বের সঙ্গে ঘোষণা করছি যে, নারী ও শিশুকল্যাণ বিভাগে স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে পশ্চিমবঙ্গ সরকারের সমাজকল্যাণমূলক প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার। নারীর ক্ষমতায়ন সবসময়ই আমাদের কাছে অগ্রাধিকার। এই স্বীকৃতি শুধুমাত্র সরকারের নয়, রাজ্যের ১ কোটি ৮০ লক্ষ ক্ষমতাশালী মহিলার।’
উল্লেখ্য, ২০২০ সালে ‘দুয়ারে সরকার’ কর্মসূচির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুরু হয় লক্ষ্মীর ভাণ্ডার। রাজ্যের মহিলাদের হাতে মাসিক ৫০০ টাকা করে তুলে দেওয়ার এই প্রকল্প মাত্র এক মাসের মধ্যেই জলপ্রিয়তার শীর্ষে পৌঁছে যায়। এক মাসেই দুয়ারে সরকারে লক্ষ্মীর ভাণ্ডারে আবেদনপত্রের সংখ্যা ছাড়ায় এক কোটি।
২০২১ সালে অ্যাওয়ার্ড অব এক্সেলেন্সে সম্মানিত করা হয় দুয়ারে সরকার কর্মসূচিকেও। দুয়ারে সরকারের ক্যাম্পে প্রকল্পের নিরিখে এগিয়ে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মূলত গৃহকর্ত্রীদের হাতে ক্ষমতা দেওয়ার লক্ষেই মহিলাদের জন্য এই প্রকল্প চালু করা হয়।