পশ্চিম বঙ্গের ইতিহাসে অন্যতম দুর্নীতির পর্দাফাঁস! ফাঁকা ওএমআর শীটে ই চাকরি, দেখুন সেই তালিকা
নিজস্ব সংবাদদাতা: ০৬/১২/২০২২: পশ্চিম বঙ্গে এমন ঐতিহাসিক দুর্নীতি (#SSC SCAM) বোধ হয় হয়নি। হাই কোর্টের রায়ে প্রথম পর্বে ১৮৩ জন এর নাম প্রকাশ হয়েছে, যারা এস এস সি দুর্নীতির সঙ্গে যুক্ত।
আর আজ তার পরেই আবারও ৪০ দুর্নীতি গ্রস্তদের তালিকা প্রকাশ হল কমিশনের ওয়েব সাইটে। সেখানে দেখা গিয়েছে ফাঁকা ও এম আর শীটে শুধু নিজের নাম ছাড়া কিছুই নেই, তাতেও চাকরি তে বহাল তবিয়ত।
দেখুন সেই তালিকা, সঙ্গে তুলে ধরলাম কিছু ও এম আর শিট।