কলকাতাখবরজেলার খবররাজনীতিরাজ্য

পেশ হল রাজ্য বাজেট! কোন খাতে কত? চলুন দেখে নেওয়া যাক

পেশ হল রাজ্য বাজেট! কোন খাতে কত? চলুন দেখে নেওয়া যাক

ভুবন মোহনকর: ১১/০৩/২০২২: আজ শুক্রবার বিধানসভায় পেশ হয়েছে ২০২২-২৩ অর্থবছরের বাজেট।

কৃষি থেকে শিল্প একাধিক খাতে কয়েক হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তবে এদিন বাজেট পেশের আগে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। বাজেট পেশ করা শুরু হতেই বিধানসভা ওয়াকআউট করে বিজেপি। তারপরই পুরো বাজেট পড়েন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

একনজরে দেখে নিন ২০২২-২৩ অর্থবর্ষে রাজ্যের বাজেটের মূল ঘোষণা :- 

🔹মোট বাজেট – ৩ লক্ষ ২১ হাজার ৩০ কোটি টাকা।

🔹রাজস্ব আদায় – ৭৯,৩৪৭ কোটি টাকা (আগের তুলনায় ৩.৭৬ গুণ বেশি)।

🔹বিধবা পেনশন খাতে বরাদ্দ বেড়ে ২৫০০ কোটি টাকা।

🔹স্বাস্থ্যখাতে বরাদ্দ ১৭ হাজার ৫৭৭ কোটি টাকা

🔹নগরোন্নয়নে বরাদ্দ প্রায়। ১৩ হাজার কোটি টাকা

🔹সামাজিক প্রকল্পে বরাদ্দবৃদ্ধি – ১০.৭ গুণ

🔹‘লক্ষ্ণীর ভাণ্ডারে’ বরাদ্দ – হয়েছে মোট ১০ হাজার ৭৬৭ কোটি টাকা।

🔹কৃষিতে বরাদ্দবৃদ্ধি -৩৩.২ গুণ

🔹পরিবহণ কর, রেজিস্ট্রেশন ফি মকুব, বাজেট বরাদ্দ ১,৭৮৮ কোটি টাকা।

🔹সি এন জি চালিত যানবাহনে রোড ট্যাক্স মকুব ( ২ বছরের জন্য।)

🔹ফ্ল্যাট-বাড়িতে করছাড়ের মেয়াদবৃদ্ধি ৩০ সেপ্টেম্বর পর্যন্ত (২ শতাংশ)

🔹শিক্ষাক্ষেত্রে মোট বরাদ্দ ৩৫,১৯,২৯০ কোটি টাকা।

🔹ক্রীড়াক্ষেত্রে মোট বরাদ্দ প্রায় ৭৫০ কোটি টাকা।

🔹পর্যটন ক্ষেত্রে বরাদ্দ প্রায় ৪৬৮ কোটি টাকা।

🔹উত্তরবঙ্গ উন্নয়নে বরাদ্দ ৭৯৭.৪৩ কোটি টাকা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.