খবরজেলার খবররাজনীতিরাজ্য

সুযোগ পেলে এক বছরেই শহরের ভোল বদলানোর বার্তা দিলেন বর্ষীয়ান নেতৃত্ব অজিত দে 

সুযোগ পেলে এক বছরেই শহরের ভোল বদলানোর বার্তা দিলেন বর্ষীয়ান নেতৃত্ব অজিত দে    

   শ্যামসুন্দর দোলই: ঘাটাল: এখন ঘাটাল পৌর সভায় নির্বাচনী প্রচার তুঙ্গে । সব ওয়ার্ডেই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী , বিজেপি মনোনীত প্রার্থী , বামফ্রন্ট মনোনীত প্রার্থী ও কয়েকটি স্থানে জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থীদের দেয়াল লিখন ও পোস্টার লাগানো কিংবা পথসভা থেকে বাড়ি বাড়ি ভোট ক্যাম্পেইনে এলাকা সরগরম হয়ে উঠেছে ।

অবশ্য এইসব ক্ষেত্রে তৃণমূল প্রার্থীরা এগিয়ে রয়েছেন বলে , বিশে ফেব্রুয়ারী রবিবার তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির শিক্ষক মন্ডলী সর্বভারতীয় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য নেতৃত্ব এর সমর্থনে বাড়ি বাড়ি ভোট ক্যাম্পেইন করে এমন অভিজ্ঞতাই ব্যক্ত করেছেন ।

এদিন এই নেতৃত্বের সমর্থনে এক পদযাত্রায় রাজ্যের ক্ষুদ্র মাঝারি ও বস্ত্র শিল্প বিভাগীয় মন্ত্রী শ্রীকান্ত মাহাতো পা মিলিয়ে ছিলেন । আমাদের সাথে একান্ত আলাপচারিতায় ঘাটাল পৌরসভার ১৬ নং ওয়ার্ডের প্রার্থী সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতৃত্ব জানিয়েছেন , এই ওয়ার্ডে জল নিকাশি ব্যবস্থায় বিগত পৌর বোর্ডের নজরদারিতে যথেষ্ট ঘাটতি ছিল । এবার তিনি সুযোগ পেলে এক বছরেই এই শহরের ভোল বদলে দেওয়ার উজ্জ্বল আশা ব্যক্ত করেছেন ।

চলুন দেখে নিন আমাদের প্রতিবেদন নীচের লিঙ্কে ক্লিক করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.