কলকাতাখবররাজনীতিরাজ্য

নভেম্বরেই বকেয়া ডি এ এবং মহার্ঘ্য ভাতা মেটাবে রাজ্য সরকার

The state government will settle the outstanding DA and dearness allowance in November itself

নভেম্বরেই বকেয়া ডি এ এবং মহার্ঘ্য ভাতা মেটাবে রাজ্য সরকার

 

নিজস্ব সংবাদদাতা: নভেম্বরেই কি রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার বিষয়ে পদক্ষেপ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার? কেন্দ্রীয় হারেই ডিএ দেওয়া হতে পারে? জেনে নিন বিষয়টা। আগামী মাসেই কি মহার্ঘ ভাতা নিয়ে কোনও ঘোষণা করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার? একটি মহলে তেমনই জল্পনা তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে নবান্নের তরফে অবশ্য আপাতত সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি।

 

একটি রিপোর্টে দাবি করা হয়েছে, আগামী মঙ্গলবার একটি বৈঠক ডেকেছেন রাজ্য সরকারের অর্থসচিব। রাজ্য সরকারের বিভিন্ন দফতরের অর্থ উপদেষ্টাদের সেই বৈঠকে ডাকা হয়েছে। অর্থ সংক্রান্ত বিষয়ে বৈঠকে আলোচনা করা হবে বলে ওই রিপোর্টে জানানো হয়েছে। সেইসঙ্গে ওই রিপোর্টে দাবি করা হয়েছে, বৈঠকে বকেয়া ডিএয়ের বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে।

 

যদিও রাজ্য সরকারের তরফে সেই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। ফলে আদৌও নভেম্বরে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা বকেয়া ডিএ পাবেন কিনা, তা নিয়ে নিশ্চিত নয় সংশ্লিষ্ট মহল। উল্লেখ্য, ওই রিপোর্টে দাবি করা হয়েছে, কেন্দ্রীয় হারে ডিএ মিলবে কিনা, তা স্পষ্ট নয়।

 

এমনিতে গত ২০ মে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল, তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। সেই সময়সীমা শেষ হওয়ার কয়েকদিন আগেই রিভিউ পিটিশন দাখিল করেছিল রাজ্য সরকার। যে পিটিশন ২২ সেপ্টেম্বর খারিজ করে দিয়েছে হাইকোর্ট। সেইসঙ্গে ২০ মে’র রায় বহাল রাখা হয়েছে। অর্থাৎ তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে।

 

তারইমধ্যে হাইকোর্টের নির্দেশ মতো নির্দিষ্ট সময়ের মধ্যে বকেয়া ডিএ মিটিয়ে না দেওয়ায় রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করেছে একাধিক সরকারি কর্মচারী সংগঠন। সেই মামলার প্রেক্ষিতে আগামী ৪ নভেম্বরের মধ্যে হাইকোর্টে হলফনামা পেশ করতে হবে মুখ্যসচিব এবং অর্থসচিবকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.