রদবদল জাতীয় কংগ্রেসের সভাপতিত্বে, গান্ধী পরিবারের বাইরে কে ধরবে হাল?
নিজস্ব সংবাদদাতা: সোনিয়া গান্ধীর পর কংগ্রেসের হাল ধরবে কে? আজ সেটাই নির্বাচনের দিন। প্রায় সিকি শতক পর নেহরু-গান্ধী পরিবারের বাইরের কেউ কংগ্রেস সভাপতি হতে চলেছেন। লড়াইয়ের ময়দানে বর্ষীয়ান মল্লিকার্জুন খার্গে ও শশী থারুর। কংগ্রেসের ৯ হাজার প্রতিনিধি আগামিকাল তাদের পছন্দমতো প্রার্থী বেছে নেবেন। দিল্লির পাশাপাশি প্রতিটি রাজ্যে কংগ্রেসের অফিসে চলবে ভোটগ্রহণ।
২২ বছর পর এবার ফের গান্ধী পবিরারের বাইরের কেউ সভাপতি নির্বাচিত হবেন। ভোট নেওয়া হবে গোপন ব্যালটে। ফলপ্রকাশ ১৯ অক্টোবর অর্থাত্ বুধবার।
এই নির্বাচনে, রাজ্য কংগ্রেস কমিটিগুলির ৯,০০০ এরও বেশি প্রতিনিধি গোপন ব্যালটের মাধ্যমে দলের নতুন সভাপতি নির্বাচন করবেন। রাহুল গান্ধীসহ যেসব কংগ্রেস প্রতিনিধি ভারত জোড়ো যাত্রায় অংশ নিয়ে এই মুহূর্তে কর্ণাটকে রয়েছেন, তাঁদের ভোটদানের জন্য দল বিশেষ ব্যবস্থা নিয়েছে। কর্ণাটকের বেলারিতে পদযাত্রীদের শিবিরের কাছে খোলা হয়েছে বিশেষ পোলিং বুথ। রাহুলের সহযাত্রী এআইসিসি ও প্রদেশ কংগ্রেসের প্রায় ৪০ জন প্রতিনিধি ওই বুথে ভোট দেবেন।
সভাপতি নির্বাচন নিয়ে খার্গে বলেন, সবাই জানে একবারে তৃণমূল পর্যায় থেকে আমি উঠে এসেছি। তাই সবাইকে ভোটের জন্য আবেদন করছি। অন্যদিকে, শশী থারুর বলেন, সোনিয়া গান্ধী বলেছেন দলের জন্য এই ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি লড়াই করুন। আমি নিরপেক্ষ থাকব। যে সভাপতি পদে লড়াই করতে চায় সে লড়াই করতে পারে।